রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় পরিকল্পনা মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট সাবোটাইজ কি না খতিয়ে দেখার নির্দেশ


কুমিল্লায় পরিকল্পনা মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট সাবোটাইজ কি না খতিয়ে দেখার নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

 

জাকারিয়া মানিকঃ
কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানমালার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে অতিথিগণের আরোহণের পর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। বন্ধ রাখতে হয় আনুষ্ঠানিকতা। অতিরিক্ত গরমে অতিষ্ট হয়ে উঠেন সকলে। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে অনুষ্ঠান শুরু হয়। এর জের ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ এমপি তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, এ মিলনায়তনটি অত্যন্ত পরিকল্পিতভাবেই গড়ে তোলা হয়েছে। এখানে এসি’র প্রয়োজন। মিলনায়তনে এসি লাগাতে একটি প্রকল্প দাখিল করতে তিনি কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেন। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এর পরই তিনি বলেন, এখন কোন কারনেই বিদ্যুৎ যাওয়ার কথা নয়। দেখতে হবে সাবোটাইজ করা হয়েছে কি না। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
পরে তিনি বিদ্যুৎ নিয়ে তিনি বলেন, আজ থেকে ২শ’ ১৫ বছর আগে বিদ্যুৎ আসে। তখন ৪৯টি বাল্ব দিয়ে নিউইয়র্ক শহরে বিদ্যুতায়ন করা হয়। সারাপৃথিবীতে এখন বিদ্যুত উৎপাদনের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার মেঘাওয়াট। এর মধ্যে ভারতে ১ লাখ ৭৬ হাজার এবং বাংলাদেশে ১৫ হাজার মেঘাওয়াট। ২০৩০ সাল নাগাদ পৃথিবীর কোথাও কয়লা, পেট্রোল, ডিজেলে আর বিদ্যুত উৎপাদন হবে না। সৌরশক্তি ব্যবহারেই উৎপাদিত হবে বিদ্যুত। অব্যাহত কয়লা, পেট্রোল, ডিজেলে উৎপাদিত বিদ্যুত ব্যবহারের ফলে কার্বনডাই অক্সাইড নি:স্বরণের মাত্রা বেড়ে গেছে। এতে করে বায়ূমন্ডল ক্ষয়ে যাচ্ছে, বাসঅযোগ্য হয়ে পড়েছে পৃথিবী। এ অবস্থা চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে এর মাত্রা আরো ৩ ভাগের একভাগ বেড়ে যাবে। ইটভাটাসহ যেসকল শিল্পপ্রতিষ্ঠান কার্বনডাই অক্সাইড নি:স্বরণের জন্য দায়ী সেসকল প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। কার্বনডাই অক্সাইড পরিবেশ দূষণের অন্যতম কারণ। তাঁর বক্তব্য চলাকালীন পরে ১২টা ১৭ মিনিটের সময় আবার বিদ্যুৎ চলে যায়। এক মিনিটের মধ্যেই আবার বিদ্যুৎ আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি