শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনার বরকইট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা-মাইক ভাংচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

Chandina news pic

স্টাফ রিপোর্টার।
কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বরকইট ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল বাসার (আনারস) প্রতীকের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চান্দিয়ারা-মধ্যমতলা সীমান্তবর্তী এলাকায় প্রচারণা করা কালে তাদের মাইকি ভাংচুর ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ করেন।
প্রার্থী আবুল বাসার জানান, নির্বাচনে প্রার্থীতা হওয়ার পর থেকে আমার উপর বিভিন্ন প্রকার চাপ ও প্রচারণায় বাঁধা সৃষ্টি করে আসছে নৌকা প্রতীক সমর্থিতরা। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টীকার সাঁটিয়ে এসে আমার প্রচারণার মাইকিংয়ে বাধা ও ভাংচুর করে।
এব্যাপারে নৌকা সমর্থিত প্রার্থী আবুল হাসেম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি হামলার রাজনীতিতে বিশ্বাসী না। আমার কোন সমর্থক এমন ঘটনা ঘটালে তার ব্যবহৃত মোটরসাইকেলে নৌকা প্রতীক সম্বলিত স্টিকার সাঁটানোর প্রশ্নেই উঠে না। ব্যক্তিগত শত্র“তা বা কোন কোন কারণে কোন এক ব্যক্তি এমন ঘটনা ঘটাতে পারে।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হক জানান, এমন কোন অভিযোগ আমার কাছে আসেনি। যদি আসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি