মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অনিশ্চিত তারেকের নির্বাচনে অংশগ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৬

51f0cf2779887-Tarek

ডেস্ক রিপোর্ট ঃ

বাংলাদেশে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে ফৌজদারি অপরাধে কেউ দুই বছর বা বেশি সাজা ভোগ করলে এবং সাজা ভোগের পর পাঁচ বছর পার না হলে সেই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেই অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তারেকে এই সাজা না হলে লন্ডনে পলাতক থাকাবস্থায় নির্বাচনে অংশ নিতে পারতেন। আর নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের ১২ ধারায় প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা অংশে বলা হয়েছে, ফৌজদারি আইনে দ-প্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারেক কয়েক দিন জেল খাটার পর যদি তার সাজা মওকুফও করা হয়, সে ক্ষেত্রেও পরবর্তী পাঁচ বছর নির্বাচন করার সুযোগ থাকছে না। একটাই পথ খোলা এই মামলায় আপিল বিভাগ থেকে তাকে স্থগিতাদেশ নিতে হবে অথবা নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে।

আগামী নির্বাচনে তারেক রহমান অংশ নিতে পারবেন কি না এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদীন মালিক বলেন, তারেক রহমানের এখন নির্বাচন করার সুযোগ নেই বললেই চলে। ফৌজদারি মামলায় হাইকোর্টের রায়ের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হয়। অনেক ক্ষেত্রে ‘বিলম্ব মার্জনার আবেদন’ করেও আপিল করার সুযোগ থাকে।

সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে ২০১১৮ সালের ১ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৯ জানুয়ারির মধ্যে যেকোনো দিন। তবে নির্বাচন যখনই হোক না কেন, সেই নির্বাচনে অংশ নেওয়াটা তারেকের জন্য অনিশ্চিত হয়ে গেল। রায়ের কারণে দেশের বাইরে অবস্থান করে পলাতক থেকে তারেকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেল।

তারেকের নির্বাচনে অংশ নেওয়াটা অনেকগুলো ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর নির্ভর করছে কয়েকজন আইনজীবী ও রাজনীতিবিদ এ মন্তব্য করে বলেন, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তারেকের যা করা উচিত, সেটা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করেন তারা। ফলে পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি কিছু সুবিধা তারেক রহমানের জন্য ‘কাগুজে সুবিধা’ বলেই মনে হবে।

আইনজীবীরা বলেন, নির্বাচনে ‘যোগ্য’ হতে হলে তারেককে দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। নিয়মিত আপিলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। অথচ নির্বাচনের আগে এসে আপিল করলে আপিল বিভাগ থেকে হাইকোর্টের রায় স্থগিত করাতে হবে। রায় স্থগিত না হলে তারেক নির্বাচন করতে পারবেন না। তবে যখনই আপিল করার চিন্তা করা হোক না কেন, তারেককে আগে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে।

মামলার রায়ের বিষয়ে আইনি ব্যাখ্যা তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সময় হলে’ তারেক দেশে ফিরে আপিল করবেন। তখন দেখানো হবে, এই মামলা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে। তবে তিনি কখন দেশে ফিরবেন তার দিনক্ষণ নির্দিষ্ট করে জানাননি এ বিএনপি নেতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি