বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে সাংবাদিকতার পরিবর্তন ও অনিশ্চয়তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

journalism-550x456-550x456

ডেস্ক রিপোর্ট :

আন্তর্জাতিক মিডিয়া বিবিসি রেডিও’র পরিচালক হেলেন বোডান গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন এবং তারই দিন তিনেক পর ভারতের সরকারি গণমাধ্যম দূরদর্শনের অঙ্গ ‘প্রসার ভারতী’র নির্বাহী প্রধান জওহর সরকারকে নিজের মেয়াদ শেষের মাত্র ৬ মাস আগেই পদত্যাগের কথা বলা হয়েছে বলে জানানো হয়। গত সপ্তাহের দু’টি ঘটনা বিশ্ব মিডিয়ার প্রযুক্তি ব্যবহার ও পেশাদারিত্বের অনিশ্চয়তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে।

বিবিসি রেডিও’র হেলেন বোডেন ইতালিতে দেওয়া মিডিয়ার ভবিষ্যত নিয়ে একটি বক্তৃতা দেন যা প্রচার করে দ্য ইন্ডিপেন্টেন্ড। হেলেনের কথায় প্রযুক্তির উন্নয়নের জন্য মিডিয়ার দ্রুত পরিবর্তনের ফলে যেসব প্রভাব বিস্তার হয় তা ফুটে ওঠে এবং অন্যদিকে ভারতে দূরদর্শনের জওহর সরকারের কথায় সরকারি গণমাধ্যমের নানান সমস্যার কথার সঙ্গে তার হতাশার চিত্রটিই ফুটে ওঠে।

বিবিসি রেডিও’র হেলেন বোডেন পদ্যত্যাগ করলে সামাজিক যোগাযোগ মাধমে যেভাবে খবর ও মন্তব্য ছড়িয়ে পড়েছিল সেভাবে ভারতের জওহর সরকারের পদত্যাগ অনলাইন মিডিয়ায় তেমন সাড়া ফেলেনি। বিবিসি যেমন তাদের মান ধরে রাখতে নানান উদ্ভাবনী ধারণা ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে, ভারতীয় কর্তৃপক্ষ তার আশপাশের মধ্যেই নেই। জওহর সরকার এক বক্তৃতায় বলেছেন, ‘সম্প্রচার কাজে এনালগ পদ্ধতি পরিবর্তনের সময়ই যথেষ্ঠ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সম্প্রচার উন্নতির জন্য যে অর্থের প্রয়োজন তা কর্তৃপক্ষ খরচ বলেই মনে করে। আমি গত দু’বছরে ৮শ কোটি রুপি ব্যয় করেছি মিডিয়ার উন্নতির জন্য যাতে দূরদর্শনের আয়ের অংশের ওপর ৩৫ শতাংশ লোকসান হয়।’ যেকোন দেশেই মিডিয়ার জন্য খরচ সরকার দায়িত্ব হিসাবে মনে করে ভুর্তূকি দেয় কিন্তু ভারতে সরকারি মিডিয়া অর্থ খরচকে লোকসান হিসাবে দেখে। আর এজন্যই ভারতের সরকারি মিডিয়ায় সাংবাদিকতাকে অনেকেই অনিশ্চয়তা হিসাবে মনে করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি