বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » সরকারের দুর্নীতি প্রতিবেদন প্রকাশের পর হাঙ্গেরিতে পত্রিকা বন্ধ


সরকারের দুর্নীতি প্রতিবেদন প্রকাশের পর হাঙ্গেরিতে পত্রিকা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

capture2-2-550x492
মিডিয়া ডেস্ক : ক্ষমতাসীন সরকারের দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর বন্ধ করা হল হাঙ্গেরির জনপ্রিয় পত্রিকা ‘নেপসজাবাদসাগ’। পত্রিকাটি বন্ধের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানকে দায়ী করে বিক্ষোভ করে জনতা।

যদিও পত্রিকাটির মালিক ‘মিডিয়া ওয়ার্কস’ গ্রুপ জানায়, ‘পত্রিকাটি ব্যাপক লোকসান দিয়ে যাচ্ছিল। তাই তারা বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে এবং কর্মীদেরও বরখাস্ত করেছে।’

হাঙ্গেরির সুশীল সমাজ জানায়,‘এটা গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ। সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ ও সরকারের নানা নীতির প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে একটি বিক্ষোভেরও ডাক দিয়েছিল। সরকারের সমালোচনা করায় এটি বন্ধ করা হয়েছে।’

এদিকে হাঙ্গেরির বিরোধী দল ‘জোবিক’ জানায়, ‘সরকার সব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’

হাঙ্গেরি সরকারের মুখপাত্র জলতান কোভাকস বলেন, ‘হাঙ্গেরিতে গণমাধ্যমের যথেষ্ঠ স্বাধীনতা আছে। সরকার গণমাধ্যমের ওপর কোন হস্তক্ষেপ করছে না।’

১৯৫৬ সালের নভেম্বর মাস থেকে প্রকাশিত হাঙ্গেরির প্রধান বামপন্থি এই সংবাদপত্র বন্ধের পর প্রায় দুই হাজার মানুষ রাজধানী বুদাপেস্টে প্রতিবাদ করেছে। ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন সুলজ টুইটারে বলেন, ‘হঠাৎ করে নেপসজাবাদসাগ বন্ধ একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি প্রতিবাদকারী হাঙ্গেরীয়দের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

সূত্র: পলিটিকো, টেলিগ্রাফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি