শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে পৃথিবী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

250137_1

ডেস্ক রিপোর্ট ঃ

ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই সিক্স-এর সাবেক প্রধান স্যার জন সাওয়ারস বলেছেন, পশ্চিমাদের জানা প্রয়োজন ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন ঘটেছে। কারণ, রাশিয়া এবং চায়না এখন আগের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী।

রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির ফলে পৃথিবী স্নায়ু যুদ্ধের সময়ের চেয়েও বিপজ্জনক পথে যাত্রা করছে বলে সতর্ক করেছেন সাবেক এই গোয়েন্দা প্রধান।

বিবিসি রেডিও ফোর-এর এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সেই কালে প্রবেশ করছি যা খুব ভয়ানক। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক চিত্রও আমাদের এ ধারণা দিচ্ছে।

রেডিওতে ওই আলোচনায় লন্ডনে রাশিয়ান এ্যাম্বাসির সামনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের বিক্ষোভের ডাককে তিরষ্কার করে সাওয়ারস বলেন, সিরিয়া ইস্যুতে এ ধরণের বিক্ষোভ মস্কোতে অব¯’ান করা এই পররাষ্ট্রমন্ত্রীর কর্মকর্তাদের বিপদে ফেলতে পারে।

তিনি সতর্ক করে বলেন, আমরা কি ভুলে গেছি তিন-চার বছর আগে তেহরানে আমাদের দূতাকাসে কী ঘটনা ঘটেছিলো। তবে, আমি মনে করিনা মস্কোতে এমনটি হবে। কিš‘ আমাদের সিদ্ধান্তগুলো আরও সুচিন্তিত হওয়া উচিৎ।আস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি