বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুদ্ধের শঙ্কা >> চীন সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৬

251858_1

ডেস্ক রিপোর্ট ঃ

ইন্দো-চীন সীমান্ত পর্যবেক্ষণ করতে গেলেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেনন্ট জেনারেল সুরিন্দ্র সিং। ২ দিনের সফরে সোমবার হিমাচল প্রদেশে যান তিনি। সেখান থেকেই যান ভারত-চীন সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে।

সেনা বাহিনীর সঙ্গে দেখা করে জওয়ানদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখেন সুরিন্দ্র সিং। পাশপাশি, ওই অঞ্চলে চীনের সেনা কতটা তৎপর, সে বিষয়েও খোঁজ নেন লেফটেনন্ট জেনারেল।

শুধু তাই নয়, আবহাওয়ার পরিবর্তনে সেনা জওয়ানদের কোনো অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখেন সুরিন্দ্র সিং। পাশাপাশি, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর সঙ্গেও দেখা করেন তিনি।

এদিকে, ভারতের জাতীয় সড়কের ওপরই এবার থেকে নামতে পারবে যুদ্ধ বিমান। দেশটির মধ্যেই এমন কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে সড়কের ওপরই প্রয়োজনে যুদ্ধ বিমান নামতে পারবে বলে জানা যাচ্ছে।

ভারতের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রণালয় সূত্রের খবর, ভারতের মধ্যে থাকা জাতীয় সড়কের ওপর যাতে বিমান নামতে পারে, তার জন্য ইতিমধ্যেই ২২টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পাশপাশি, বাছাই করা জাতীয় সড়কগুলো এমনভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজন পড়লে যুদ্ধ বিমান সেখানে নামতে পারে। এমনও প্রস্তাব দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সবকিছু মিলিয়ে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চীন যাতে কোনোভাবে ভারতে হামলা চালাতে না পারে, সে জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি