বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কর্ণাটকের ৮ শতাংশ মানুষ মানসিক অসুস্থ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

times-550x382

পূর্বাশা ডেস্কঃ

ভারতের ১৫ কোটি প্রাপ্ত বয়স্ক নাগরিক অনেক মানসিক সমস্যায় ভুগছে। তাদের প্রয়োজনীয় সেবা ও চিকিৎসা করানোর প্রয়োজন। ২০১৬ সালের একটি প্রতিবেদনে ভারতের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ এ তথ্য জানিয়েছে।

জরিপে তামিলনাড়–, কেরালা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, মনিপুর ও আসামের ৪০ হাজার প্রাপ্ত বয়স্ক ও ১২০০ কিশোর বয়সীকে নিয়ে চালানো হয়। জরিপের তথ্য অনুযায়ী কর্ণাটকের প্রায় ৮ শতাংশ নাগরিক মানসিক অসুস্থতায় ভুগছে। এ রাজ্যের ১৩ থেকে ১৭ বছরের বয়সীদের মানসিক সমস্যা রয়েছে তাদেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া প্রয়োজন বলেও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জরিপে ৩০ থেকে ৪৯ বা ষাটোর্ধ বয়সীদের রাখা হয়। শহুরে নাগিরকদের মধ্যে মানসিক সমস্যা বেশি পাওয়া যায়। এছাড়া কম আয় ও বেশি শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই ধরনের সমস্যা  বেশি রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালনক ডা: বিএন গঙ্গাধর।

জরিপে আর ওঠে আসে প্রতি ১০ জনের মধ্যে একজন কমন বা সাধারণ মানসিক সমস্যায় রয়েছেন। এগুলোর মধ্যে হতাশা, রাগান্বিত হওয়া, ধন-সম্পদ ব্যবহার নিয়ে উদ্বেগ অন্যতম। এই সমস্যাগুলোর মধ্যে হতাশাই সবচেয়ে বেশি পাওয়া যায় বলেও জানার গঙ্গাধর।

জরিপে আরো দেখা যায়, পুরুষের চেয়ে অধিকাংশ নারীদের মধ্যে ভীতি ও উত্তেজিতভাব দ্বিগুন। মনোরোগ রয়েছে প্রায় ২ শতাংশ নাগরিকের। ১৮ বছরের অধিক বয়সীদের মধ্যে ৪.৬ শতাংশ অ্যালকোহল গ্রহণ করার প্রবণতা রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয় হলো, ভারতের ০.৯ শতাংশ নাগরিকের মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। মাত্র এক চতুথাংশ মানসিক রোগীকে চিকিৎসা সেবা হয় আনুষ্ঠানিকভাবে। মানসিক চিকিৎসার জন্য ১ হাজার রুপি থেকে ২৫০০ হাজার রুপির প্রয়োজন যা ভারতের অধিকাংশ নাগরিক দিতে অসক্ষম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি