রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লির ১৭’শ স্কুল দূষণের কারণে বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

delhi-pollution-af-550x338
পূর্বাশা ডেস্ক:

দূষণের কারণে কালো হয়ে আছে দিল্লির আকাশ। সঙ্গে শীত শুরুর কুয়াশা। দুয়ে মিলিয়ে রাজধানীর সব স্কুল শনিবার বন্ধ রয়েছে। ১,৭৪৭টি স্কুলে ৮ লাখ ৭৫ হাজার শিক্ষার্থী পড়ে। তবে শিক্ষক-শিক্ষিকাদের আসতে হয়েছে স্কুলে।

দূষণের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে রুটিন পরিবর্তন করছে স্কুলগুলো। শুক্রবার বাতাস কিছুটা পরিষ্কার থাকলেও বন্ধ ছিল বেশ কয়েকটি স্কুল। অন্যগুলোতে খেলাধূলার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। দিনের বেলা দূষণের কারণে রোববার সন্ধ্যায় ক্লাস করার ব্যাপারেও কয়েকটি স্কুল পরিকল্পনা করছে। পিছিয়ে দেওয়া হয়েছে শিক্ষক-অভিভাবক সম্মেলন।

ভারতের রাজধানী দিল্লির নামিদামি স্কুলগুলেতে ক্লাসরুমে শীততাপনিয়ন্ত্রক যন্ত্র রয়েছে। তারপরেও এই আবহাওয়ায় ছেলে- মেয়েদের স্কুলে আসা নিয়ে সংশয় রয়েছে কর্তৃপক্ষের মধ্যে। রোববার সন্ধ্যার পরিস্থিতি দেখে তারা ঠিক করবে, সোমবার স্কুল চলবে কিনা। কারণ অনেক শিক্ষার্থীর হাঁপানিসহ নানারকম অ্যালার্জির সমস্যা রয়েছে। এই আবহাওয়া তাদের পক্ষে ক্ষতিকর হতে পারে।

আবহাওয়ার উন্নতি না হলে অনেক স্কুলের খেলাধুলার প্রশিক্ষণ বন্ধ থাকবে। পৌরসভার স্কুলগুলোতেও বাচ্চাদের ক্লাসরুমের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি