মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, নিহত ১ ভোটকেন্দ্রের কাছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

la-vrocha-1478645800-snap-photo-550x309
পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলার মধ্যে ক্যালিফোর্নিয়ার আজুসা শহরের ভোটকেন্দ্রের কাছে গুলিতে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোটগ্রহণের প্রায় শেষ পর্যায়ে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছে দুটি ভোটকেন্দ্রের কাছে এই গোলাগুলিতে আরও তিনজন আহত হন বলে সিএনএন জানিয়েছে।

আজুসা শহরটি রাজ্যটির রাজধানী লস এঞ্জেলেস থেকে ৩০ কিলোমিটার দূরে।

ভোটকেন্দ্রে থাকা এক ভোটার সিএনএনকে বলেন, তিনি ভেতরে থাকা অবস্থায়ই বাইরে গুলির শব্দ শোনেন।

“এর পরপরই বাইরে থেকে লোকজন ভেতরে ঢুকে পড়ে। পুলিশ আমাদের ভেতরে থাকতে বলেছে।”

এক নারী ভোটার সিএনএনকে বলেন, “বাইরে থেকে যারা এসেছে, তারা বলেছে, বুলেটপ্রুপ জ্যাকেট পরা এক ব্যক্তিকে দেখেছে তারা।”

পুলিশ কাউকে ওই ভোটকেন্দ্র থেকে বের হতে দিচ্ছে না বলে জানান তিনি।

আজুসার পুলিশ কর্মকর্তা জেরি উইলিসন লস এঞ্জেলেস টাইমসকে বলেন, পরিস্থিতি ‘বেশ জটিল’।

পুলিশ অভিযানে নামছে বলে এই কর্মকর্তা জানান।

আজুসা পুলিশ এক টুইটার বার্তায় ওই এলাকা এড়িয়ে চলতে শহরবাসীকে পরামর্শ দিয়েছে। এলাকাটির বাসিন্দাদের বলেছে ঘরে থাকতে।

এই গোলাগুলির কারণ কী, কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। এটা জঙ্গিদের কাজ কি না, তাও নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের এবারে ভোটের সময় হামলার হুমকি ছিল আইএসের। তবে আর কোথাও এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি