মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির ইঙ্গিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

39413_tm
পূর্বাশা ডেস্ক:

নির্বাচনে ভোটিং মেশিনে ত্রুটির অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। এ কারণে রিপাবলিকানদের ভোট দিলে, তা ডেমোক্রেটিক দলের ঘরে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি! পরাজয় মানবেন কিনা, সিএনএন’র এমন প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি। বলেছেন, রিপোর্ট দেখে তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সিএনএন উপস্থাপকদের তিনি বলেন, পরাজয় হলে, তিনি কিছু রিপোর্ট দেখবেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এসব রিপোর্টে হয়তো জালিয়াতির প্রমাণ থাকতে পারে। তিনি বলেন, ‘কিছু রিপোর্টে দেখা যাচ্ছে যে, যদি কেউ রিপাবলিকানদের ভোট দেয়, তখন পুরো ভোট ডেমোক্রেটদের ঘরে চলে যাচ্ছে। মেশিনই এর কারণ।’

গার্ডিয়ানের খবরে বলা হয়, মূলত পেনসিলভানিয়ার লেবানন নামে একটি ছোট শহরে একটি ঘটনা ঘটেছে যে, ৫ থেকে ৬টি মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে রিপাবলিকান দলের প্রার্থীকে ভোট দিলে ডেমোক্রেটিক দলের দিকে চলে যাচ্ছে। আবার ডেমোক্রেটিক দলকে ভোট দিলেও সেটি রিপাবলিকান দলের দিকে চলে যেতে পারে। স্থানীয় নির্বাচনী পর্ষদ বলেছে, ত্রুটি পাওয়ার পরপরই তারা মেশিনগুলো পুনঃস্থাপন করেছেন। ভোটাররাই টাচস্ক্রিন ভোটিং মেশিনগুলোর এ ত্রুটি সামনে তুলে ধরেন।

বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অধ্যাপক ডেভিড ডিল বলেন, প্রতিটি নির্বাচনেই এমনটা ঘটে থাকে। এ অধ্যাপক প্রতি নির্বাচনই অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর নির্বাচনী প্রক্রিয়ার বরাবরই বিরোধী ছিলেন।

তবে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘টাচস্ক্রিন মেশিনগুলোয় এ ধরণের সমস্যা রয়েছে। এর ব্যাখ্যাটা হলো যে, এ মেশিনগুলোর ক্যালিবারেশন ভুল ছিল। ফলে কেউ এক জায়গায় স্পর্শ করলে, স্পর্শ হয়ে যাচ্ছে অন্য জায়গায়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি