শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ইতালি, স্পেনের বড় জয়


দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ইতালি, স্পেনের বড় জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

101750spain_kalerkantho_pic
পূর্বাশা স্পোর্টস ডেস্ক :

ইতালি কিংবা স্পেন, কারও সঙ্গেই প্রতিপক্ষের তুলনা সম্ভব না। শনিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল ফিফা র‌্যাংকিংয়ের ১৮৩তম দল লিখটেনস্টাইন। আর স্পেনের মুখোমুখি হয়েছিল র‌্যাংকিংয়ের ১৫৫তম দল মেসিডোনিয়া। শেষ পর্যন্ত অনুমিতভাবেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে স্পেন আর ইতালি।

ঘরের মাঠে গ্রানাডায় ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে স্পেন। তবে মেসিডোনিয়ার রক্ষণ বেশ দৃঢ়তার সঙ্গেই মোকাবেলা করে স্পেনের আক্রমণ। ৩৪তম মিনিটে দানিয়েল কারবাহালের ক্রস হেডে বল বাইরে পাঠাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মিডফিল্ডার দার্কো ভেলকোস্কি। ৬৩তম মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার দাভিদ সিলভার গোলমুখে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ভিতোলো।

শেষ দিকে পরপর দুই মিনিটে দুবার বল জালে পাঠায় স্প্যানিশরা। ৮৪তম মিনিটে ডান দিক থেকে রামোসের ক্রসে গোলরক্ষককে পরাস্ত করেন মনরিল। পরের মিনিটে বাঁ-দিক থেকে সিলভার দারুণ রক্ষণচেরা পাসে ডান পায়ের শটে স্কোরশিটে নাম লেখান আদুরিস। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিতোলো, মনরিল, আদুরিসরা।

অন্যদিক দুর্বল লিখটেনস্টাইনের বিপক্ষে প্রথমার্ধেই চার গোল দিয়ে বসে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। একাদশ মিনিটেই গোল উৎসবের শুরু করে বেলোত্তি। ডিফেন্ডার আলেস্সিও রোমাগনোলির হেডে বল জালে পাঠান তিনি। পরের মিনিটেই ফাঁকা জায়গায় বল পেয়ে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড ইম্মেবিলে। একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে লিখটেনস্টাইন। ৩২তম মিনিটে বাই-লাইন থেকে দি সিগলিওর কাটব্যাক পেনাল্টি এরিয়ার কাছে পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার কান্দ্রেভা। আর ৪৪তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরিনোর ফরোয়ার্ড বেলোত্তি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি