বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অতীত সুখস্মৃতি মনে করে ‘দুঃখ ভোলার চেষ্টা’ আর্জেন্টিনার


অতীত সুখস্মৃতি মনে করে ‘দুঃখ ভোলার চেষ্টা’ আর্জেন্টিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

104019argentina_kalerkantho_pic
পূর্বাশা ডেস্ক :

ব্রাজিলের কাছে পরাজয়ের ধাক্কা এখনও সামলে উঠে পারছে না ফুটবল বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আর্জেন্টিনার ফুটবলাররা। কলম্বিয়া ম্যাচের আগে দলকে চাঙ্গা করতে উঠেপড়ে লেগেছেন কোচ এদগার্দো বাউসা থেকে শুরু করে সিনিয়র খেলোয়াড়রা। তারই ধারাবাহিকতায় এবার তারকা ফরোয়ার্ড আগুয়েরো সতীর্থদের অতীত সুখস্মৃতি মনে করতে বললেন।

আগুয়েরো বলেন, “পুরো দলেরই মনের অবস্থা ভালো নেই। যা কিছু হচ্ছে তা আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে কিন্তু অতীতে আমরা কিভাবে খেলতাম তা মনে করার চেষ্টা করতে হবে আমাদের। এটাই সবাইকে চাঙ্গা করবে।”

আগামী ১৬ নভেম্বর বুধবার দেশের মাটিতে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসি বাহিনী। সরাসরি ১০১৮ রাশিয়া বিশ্বকাপে যেতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। এমতাবস্থায় মনোবল ফিরিয়ে আনার বিকল্প নেই বলে মন্তব্য আগুয়েরোর। তিনি বলেন, “আমাদের ভালো সময় যাচ্ছে না। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সেই দল যারা তিনটি ফাইনাল খেলেছে। আমরা এভাবে ভেঙ্গে পড়তে পারিনা।”

ব্রাজিলের কাছে পরাজয়ের পর ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে আর্জন্টিনা। সরাসরি রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে দলটিকে সেরা চারে আসতে হবে। অন্যদিকে বুধবারের প্রতিপক্ষ কলম্বিয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সুতরাং অনেকটা চাপমুক্ত হয়েই খেলতে নামবে দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি