বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সাব্বির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

sabbir20161113174349
ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় দলের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয়ে থাকে সাব্বির রহমানকে। ক্রিকেটের আধুনিক সংস্করণের মেজাজটা বেশ ভালো বোঝেন তিনি। বরাবরই আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন এ ড্যাশিং ব্যাটসম্যান। আর তার ধারাবাহিকতা ধরে রেখে রোববার তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি করেই ক্ষান্ত হননি। গড়লেন বিপিএলে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও।

বিপিএলে এর আগে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১২ সালে প্রথম বিপিএলে ঢাকার বিপক্ষে বরিশাল বার্নার্সের হয়ে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় দৈত্য ক্রিস গেইল। এতদিন এটাই ছিল বিপিএলে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

এবার সেটাকে ছাড়িয়ে গেলেন সাব্বির রহমান। বরিশাল বুলসের করা ১৯২ রান তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন সাব্বির। শেষ পর্যন্ত তিনি আউট হলেন ১২২ রান করে।

মজার বিষয় হলো, গেইল ১১৬ রান করেছিলেন ৬১ বল খেলে। আর সাব্বিরও ১২২ রানের রেকর্ড গড়েন ৬১ বল খেলে। গেইলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি এবং ১১টি ছক্কা। সাব্বিরের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি এবং ৯টি ছক্কার মার। ২০১৩ সালে ঢাকার হয়ে ১১৪ রানের ইনিংস গড়েছিলেন একবার গেইল। সেখানে ছিল ১২টি ছক্কার মার।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলসের দেওয়া ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামে রাজশাহী। ইনিংসের দ্বিতীয় বলেই রকিবুল বিদায় নিলে মাঠে নামেন সাব্বির। এরপর দায়িত্বশীল ব্যাটিং করে মাত্র ২৬ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। আল-আমিনের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করে দুই রান নিয়ে হাফ সেঞ্চুরিতে পৌঁছান সাব্বির।

হাফ সেঞ্চুরি করেই থেমে থাকেননি। স্বভাবসুলভ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন। ৫৩ বলে পৌঁছান গৌরবময় মাইলফলকে। তবে এদিন চারের চেয়ে ছক্কা মারায় ব্যস্ত ছিলেন তিনি। সেঞ্চুরি পূরণ করতে ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন এ ড্যাশিং ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সমান ৯টি করে চার এবং ছক্কা মারেন তিনি।

উল্লেখ্য এটি বিপিএলের নবম সেঞ্চুরি। তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন তিনি। এর আগে শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুল বিপিএলে সেঞ্চুরি করেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি