বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুশফিকের আচরণের ব্যাখ্যায় শাহরিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

mus-550x310

পূর্বাশা স্পোর্টস ডেস্ক :

মাঠে মুশফিকুর রহিমের মেজাজ হারানোর ঘটনা খুব বিরল। তবে রাজশাহী কিংসের কেসরিক উইলিয়ামসের বলে ছক্কা হাঁকানোর পর হাতের ইশারায় বল কোথায় উড়ে গেল দেখালেন তিনি। বরিশাল বুলস অধিনায়কের এই আচরণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সতীর্থ শাহরিয়ার নাফীস।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট রাজশাহী কিংসের বিপক্ষে ৪ রানে জেতা ম্যাচে মুশফিককে দেখা যায় আক্রমণাত্মক মেজাজে। ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামসের করা ১৮তম ওভারের ওভারের চতুর্থ বলে মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়েই হাতের ইশারায় বোলারকে দেখান তিনি।

টানটান উত্তেজনার ম্যাচ জেতার পর রাজশাহীর ড্রেসিং রুমের দিকে তাকিয়ে যেভাবে উল্লাস করেছেন মুশফিক সেটাও তার জন্য বিরল।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা শাহরিয়ার জানান, মুশফিক তেতে থাকায় জয়ের জন্য আরও মরিয়া ছিলেন তারা।

‘মুশফিক খুব ঠান্ডা মাথার। খুব সম্ভবত বোলারের সঙ্গে ওর কোনো কথা হয়েছিল। সে জন্য হয়তো এমন কিছু করেছিল।’

‘আমি বাইরে ছিলাম, ব্যাপারটা বলতে পারবো না। তবে ও একজন লড়াকু ক্রিকেটার। ও সব সময় জিততে চায়। দলের জন্য খেলে। ওর সব সময় চেষ্টা থাকে ভালো করার। সেই চেষ্টা থেকে হয়তো এমন একটা আচরণ করেছে।’

এক দশকের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শাহরিয়ার জানান, মুশফিকের আচরণে ভুল কিছু দেখেন না তিনি, ‘মাঠে ওর এই আগ্রাসী ভাবটা দলকে জয়ের পথে রেখেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি