বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়া হারল দুই দিন এক সেশনেই টেস্টে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

103612safrica_kalerkantho_picture
পূর্বাশা স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়া দল দেশের মাটিতে এমন অসহায়! যারা ভেবেছিলেন, মঙ্গলবার হোবার্ট টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার লড়াইয়ের আশা করেছিলেন অনেকে। কিন্তু তাদের রীতিমত গুড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৮৫ রানের লজ্জার পর দ্বিতীয় ইনিংস শেষ ১৬১ রানে। একদিন ভেসে গেছে বৃষ্টিতে। তাই আসলে দুই দিন এক সেশনেই ইনিংস ও ৮০ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা হেরেছে ২-০ তে।

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টানা তৃতীয় টেস্ট সিরিজ হারালো দক্ষিণ আফ্রিকা। পার্থেও পাত্তা দেয়নি স্বাগতিকদের। হোবার্টে তো ছেলেখেলা করলো প্রতিপক্ষকে নিয়ে। অথচ এই সিরিজে সূচি যখন প্রকাশিত হলো তখন প্রোটিয়ারা দুশ্চিন্তায় ছিল। শেষ টেস্টটা দিবারাত্রির। কখনো গোলাপি বলে খেলেনি। শেষ ম্যাচই সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায় কি না তাই ছিল মাথাব্যথার কারণ। কিন্তু এখন আর সেই চিন্তাই নেই। ওই ম্যাচ তো এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে দাঁড়িয়ে গেল।

২ উইকেটে ১২১ রানে এই দিন শুরু অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংস তারা লড়বে বলে ভাবা গিয়েছিল। কিন্তু ডেল স্টেইনকে হারিয়ে সেরা বোলিং আক্রমণ হারানো দক্ষিণ আফ্রিকার সেই অভাব বুঝতেই হলো না। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় কাগিসো রাবাদা ও এই ম্যাচের সেরা কাইল অ্যাবট আগুন ছড়ালেন। দুজন এদিন ৮ উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছেন। ইনিংসে অ্যাবটের শিকার ৭৭ রানে ৬ উইকেট। ম্যাচে ৯ উইকেট তার। আর তরুণ রাবাদা এই ইনিংসে ৩৪ রানে শিকার করেছেন ৪ উইকেট।

তাতে এদিন ২৪.১ ওভারে অল আউট অস্ট্রেলিয়া। এদিন ৪০ রানেই ৮ উইকেট হারিয়েছে তারা। আসলে এই ৮ উইকেট তারা হারিয়েছে মাত্র ৩২ রানে। ৫৬ রানে শুরু করে উসমান খাজা ৬৪ রানে বিদায় নিলেন। ১৮ রানে শুরু করা অধিনায়ক স্টিভেন স্মিথ ৩১ রানে আউট। বাকিদের কেউ আর দুই অংকে যেতে পারেননি। অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে ধ্বংসই করে দিল দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে তাদের ৮৫ রান অনেক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিল। এখন দেখা যাচ্ছে এই টেস্টে মোট ৫৫৮ বল খেলেছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে যা তাদের চতুর্থ সর্বনিম্ন। ১৯২৮ সালে স্যার ডন ব্র্যাডম্যানের অভিষেক ম্যাচের পর এটাই সর্বনিম্ন। আর এ নিয়ে অস্ট্রেলিয়া টানা ৫ টেস্ট হারলো। শেষ ৫ ওয়ানডেও হেরেছে তারা। প্রশ্ন এখন, প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়া দল নিদারুণ বিবর্ণ হয়ে পথ হারিয়ে ছুটছে কোথায়!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি