সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্দেশ দিয়েছেন আযাদ কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামগুলো খালি করার জন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

258341_1

পূর্বাশা ডেস্ক :

পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ জম্মু-কাশ্মির সীমান্তবর্তী গ্রামগুলো থেকে বেসামরিক লোকজন সরিয়ে নেয়ার জন্য প্রাদেশিক সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই এলাকায় ভারতীয় সেনাদের গোলা বর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাক সরকার এ পরিকল্পনা নিয়েছে।

সরকারি হিসাবে দাবি করা হয়েছে, গত দুই মাসে সীমান্তে ভারতীয় সেনাদের গোলাগুলিতে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১০০ জন আহত হয়েছে।

গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উঁচু পর্যায়ের বৈঠকে আযাদ কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামগুলো খালি করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আযাদ কাশ্মির প্রাদেশিক সরকারের প্রতিনিধি, নিরাপত্তা কর্মকর্তা এবং কাশ্মির ও গিলগিট-বালিতিস্তান বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল সীমান্তে ভারতের গুলিতে পাকিস্তানের সাত সেনা নিহত হওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যত দ্রুত সম্ভব গ্রামগুলো খালি করার নির্দেশ দেয়া হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসনকে সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ কোর কথা বলা হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সীমান্তের হাসপাতালগুলোকে উঁচু মাত্রার সতর্কতায় রাখা হয়েছে এবং আকস্মিকভাবে পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা নেয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি