সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নোট বাতিলে সারাদেশে এখনও পর্যন্ত মৃত ২৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

unnamed-29-550x457
পূর্বাশা ডেস্ক :

৫০০-১০০০ টাকার নোট বাতিলের পরে মানুষ একেবারে বিপর্যস্ত হয়ে আছে। ব্যাঙ্ক এবং এটিএমের বাইরে নতুন নোট পাওয়ার জন্য মানুষ অধৈর্য হয়ে লাইনে দাঁড়িয়ে ভাবছে এবার তাঁর নিজের সময় কখন আসবে? কিন্তু ব্যাঙ্কের কাউন্টারের কাছে পৌঁছানোর আগে সকলে হতাশ হয়ে পড়ছেন। দেশের অনেক জায়গাতে সাধারন মানুষ অজ্ঞান হয়ে পড়ছেন। গত ৬ দিনে এখনও পর্যন্ত সারা দেশে ২৫ জনের মৃত্যু হয়েছে।

-পশ্চিম উত্তর প্রদেশের বুন্দেল শহরের কৈলাশ হাসপাতালের একটি ব্রাঞ্চে একটি শিশুর মৃত্যু হয় এইজন্য যে সেই শিশুর পরিবারের কাছে নতুন নোট ছিল না। পরিবারের অভিযোগ হাসপাতালের ম্যানেজমেন্ট ১০ হাজার টাকার পুরানো নোট নিতে অস্বীকার করে। তবে হাসপাতালের ম্যানেজমেন্ট এই অভিযোগ অস্বীকার করেছে।

-উত্তর পূর্ব দিল্লিতে এক ২২ বছরের মহিলা আত্মহত্যা করেন এই কারনে যে গত তিন দিন ধরে তিনি টাকা না পেয়ে অধৈর্য হয়ে পড়েছিলেন।

-গুজরাতের এক ৫০ বছরের মহিলা আত্মহত্যা করেন তাঁর কাছে টাকা থাকা স্বত্ত্বেও তিনি রেশন কিনতে পারছিলেন না বলে।

-পশ্চিম উত্তর প্রদেশের শামলীতে ২০ বছরের এক যুবতি আত্মহত্যা করেছেন। তাঁর ভাই দুদিন ধরে ব্যাঙ্ক এবং এটিএমের মধ্যে ঘুরছিল, কিন্তু টাকা তুলতে পারছিল না। তাই তিনি আত্মহত্যা করেছেন।

-কর্ণাটকের চিকবল্লাপুরে ৪০ বছরের একটি মহিলা আত্মহত্যা করেছেন। আসলে এই মহিলা নিজের নেশাড়ু স্বামীর হাত থেকে বাঁচিয়ে ১৫ হাজার টাকা জমিয়েছিলেন। কিন্তু সেই টাকা জমা দেওয়ার সময় কেই চুরি করে নেয়।

-ছত্তিসগড়ের রায়গড়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। তিনি ৩ দিন ধরে ৩ হাজার টাকা পরিবর্তন করতে পারছিলেন না বলে।

-গুজরাতের সুরেন্দ্রনগর এলাকাতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা ৬৯ বছরের বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা যান।

-ইউপির কানপুরে বৃদ্ধ মহিলা ৬৯ হাজার টাকার পুরানো নোট গুনতে গুনতে মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি