বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বার্সেলোনা ছাড়ছেন মেসি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

messi

পূর্বাশা ডেস্ক:

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এ আর্জেন্টাইন ফুটবলারের। তবে চুক্তি বাড়াতে রাজি হননি তিনি। এ চুক্তি শেষে সিদ্ধান্ত নেবেন মেসি। গতকাল এমন খবর দিয়েছে স্প্যানিশ শীর্ষ দৈনিক মার্কা। মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানায়, স্পেনে ট্যাক্স ফাঁকি সংক্রান্ত মামলার কারণে মেসির এমন সিদ্ধান্ত। কর ফাঁকির মামলায় গত জুলাইয়ে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। অবশ্য আপিল করায় জেলে যেতে হয়নি মেসিকে।
মেসি ও তার পিতার বিরুদ্ধে অভিযোগ উরুগুয়ে ও বেলিজে ব্যবসা প্রতিষ্ঠান খুলে স্পেনে ৩ মিলিয়ন পাউন্ড আয়ের কর ফাঁকি দিয়েছেন।
লিওনেল মেসির দিকে নজর রয়েছে বিশ্বের সেরা ক্লাবগুলোর। আর সম্প্রতি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিয়ার্ড কোচ ও আর্জেন্টাইন তারকার সাবেক গুরু পেপ গার্দিওলা মেসিকে দলে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন খোলামেলা। চার মৌসুমের দায়িত্বে বার্সেলোনাকে পৃথক ১৪টি শিরোপা এনে দেয়া কোচ পেপ গার্দিওলা গত মাসে বলেন, আমি চাই সে (মেসি) সেখানেই (বার্সেলোনা) ক্যারিয়ারের ইতি টানুক। কিন্তু আমার মনে হয় সে ভিন্ন চিন্তা করবে। সে নিশ্চয় চাইবে তার সন্তানেরা ইংরেজিতেও কথা বলুক। নিজেও ভিন্ন অভিজ্ঞতা নিতে চাইবে হয়তো। যেমনটি ঘটেছে আমাদের অনেকের ক্ষেত্রেই।
আর সে যেতে চাইলে আমি নিশ্চিত বিশ্বের সাত আটটি শীর্ষ ক্লাব নিতে চাইবে তাকে। তবে সে কোথায় যাবে সে সিদ্ধান্ত তার নিজের। বার্সেলোনা সভাপতি জোসেপ বারতেমেউয়ের কথায়ও ছিল অনিশ্চয়তা। সম্প্রতি বার্সা সভাপতি বলেন, ২০১৮’র রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে আমাদের। এতে আমার খুশি আমরা নতুন চুক্তি করতে চাই। তবে এখনও তিনি এ নিয়ে কিছু বলেননি। মাত্র ১২ বছর বয়সে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় পাড়ি দেন লিওনেল মেসি। বার্সার ‘একাডেমি বয়’ মেসি কাতালান ক্লাবটির জার্সি গায়ে সম্প্রতি পূর্ণ করেন ৫০০ গোল। এখানে ১২ বছরের ক্যারিয়ারে মেসি নেন পৃথক ২৯টি শিরোপার স্বাদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি