বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হোবার্ট লজ্জার বাদ দেওয়ার দাবি ৬ খেলোয়াড়কেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

121221aus2_kalerkantho_picture
পূর্বাশা স্পোর্টস ডেস্ক :

হোবার্ট এখন অস্ট্রেলিয়ার জন্য কেলেঙ্কারির নাম। ওখানে প্রথমবার খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকা স্বাগতিকদের ইনিংস ব্যবধানে হারিয়েছে ২ দিন ও এক সেশনে। আর এই চরম লজ্জার পর অস্ট্রেলিয়া দলের অন্তত ৬ জনকে বাদ দেওয়ার দাবি উঠেছে। আর সেই দাবি সাবেকদের।

মঙ্গলবার সকালের সেশনেই ৩২ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৬১ রানে অল আউট। প্রথম ইনিংসে ৮৫ রানের লজ্জায় ডুবেছিল। এখন ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল। হোয়াইটওয়াশের শঙ্কা সামনে।

সাবেক দুই ওপেনার সাইমন ক্যাটিচ ও ক্রিস রজার্স শেষ টেস্টে বড় পরিবর্তন চান। রজার্স বলেছেন, দুই অভিষিক্ত কালাম ফার্গুসন ও জো মেনিকে রাখার মানে নেই অ্যাডিলেডে। বাদ দেওয়া হোক পিটার নেভির, ন্যাথান লিয়ন, অ্যাডাম ভোজেস ও জো বার্নসকে।

“কিছু প্রতিক্রিয়া তো হবেই। আগামী টেস্টে এই একাদশের ধারেকাছের কিছু দেখি না আমি।” রজার্স বলেছেন, “কেউ কেউ বলবেন এক টেস্টের বেশি সুযোগ ওদের দেওয়া হোক। কিন্তু আমি এক টেস্টেরই খুব ভালো খেলোয়াড়দেরও চিনি। শুধু এই পাঁচ নাম (স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড) রেখে শুরু করা হোক।”

ক্যাটিচ মনে করেন তাদের ব্যাটসম্যানরা মানসিক ভাবে বিদ্ধস্ত। তাই পরিবর্তন আবশ্যক। ক্যাটিচের ভাষায়, “এই সকাল খুব হতাশার। মানসিকতার কারণে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে উন্মুক্ত হয়ে গেল তারা। হঠাৎই এই ব্যাটিং নখদন্তহীন। এটা আত্মবিশ্বাসের অভাব, বিশ্বাসের অভাব।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি