বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » “ও” লেভেল পরীক্ষায় ইংলিশ লিটারেচারে ব্যারিস্টার সোহরাবের ছেলে সোহানের প্রথম স্থান অর্জন


“ও” লেভেল পরীক্ষায় ইংলিশ লিটারেচারে ব্যারিস্টার সোহরাবের ছেলে সোহানের প্রথম স্থান অর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

unnamed

স্টাফ রিপোর্টারঃ

চলতি বছরের গত মে/জুন সেশনে অনুষ্ঠিত “ও” লেভেল পরীক্ষায় বাংলাদেশের অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাষ্টিকা থেকে সমগ্র বাংলাদেশে মধ্যে ইংলিশ লিটারেচারে প্রথম স্থান অর্জন করেছেন  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ও কানিজ ফাতেমা চৌধুরী শ্যামলী’র একমাত্র ছেলে সোহান চৌধুরী।

রোববার ( ২৭ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকার ওয়েস্টিন হোটেলে বৃটিশ কাউন্সিল থেকে Outstanding Cambridge Learner Awards Bangladesh 2016 তে প্রধান অতিথি স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাস্ট্রদূতের কাছ থেকে এ সার্টিফিকেট গ্রহন করেন  সোহান চৌধুরী।

15193544_1790744997842092_2512486598593504886_n

 ব্যারিস্টার সোহরাব জানান, সোহান আমেরিকান নাগরিক হওয়া সত্ত্বেও  বাংলাদেশী সমাজ ও রীতি রেওয়াজে বেড়ে উঠার জন্য ২০০৫ ইং সালে স্বপরিবারে বাংলাদেশে ফিরে এসে ছেলে সোহানকে ঢাকা শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। পরবর্তিতে স্কলাষ্টিকায় নিয়মিত ছাত্র হিসাবে “এ” লেভেলে অধ্যয়নরত আছে। সে ভবিষ্যতে একজন কম্পিউটার বিজ্ঞানী হয়ে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি