শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বুয়েটে খাসির নামে গরুর মাংস, ক্লাস বর্জন, কক্ষে তালা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

261578_1

পূর্বাশা ডেস্ক:

খাসির মাংসের কথা বলে গরুর মাংস চালিয়ে দেওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ ছাত্রছাত্রীরা সকল ক্লাস বর্জন করে মূল ফটকসহ সবখানে তালা লাগিয়ে দিয়েছে।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা আন্দোলন করছে।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামিট ছিল গতকাল শনিবার। এতে সকল ডিপার্টমেন্টের সাধারণ ছাত্রছাত্রীরা অংশ নেয়। রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবারের প্যাকেট (তেহারি) পরিবেশন করা হয়। বলা হয়, খাসির মাংস রয়েছে। কিন্তু খাওয়ার পর সবাই বুঝতে পারে, খাসির মাংস নয় খাবারে গরুর মাংস দেওয়া হয়েছে। তখন একে অপরকে বলাবলি করলে বিষয়টি চাউর হয়ে যায়। এরপর সবাই ক্ষিপ্ত হয়ে যায়। রাতেই ক্যাম্পাসে মিছিল করা হয়।

এরপর রোববার সকাল থেকেই বুয়েটের শহীদ মিনারে সাধারণ ছাত্রছাত্রীরা জড়ো হয়ে আন্দোলন শুরু করে। সকাল ৮টার দিকে আন্দোলনকারীদের একটি দল সকল ক্লাসরুমে তালা লাগিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মূল ফটকেও তালা লাগিয়ে দেয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্র যিনি আন্দোলনে এসেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গতকালের সামিটে আনোয়ার গ্রুপ কো-স্পন্সর হিসেবে ছিলেন। এই প্রোগ্রামের যাবতীয় খরচ আনোয়ার গ্রুপ বহন করেছে। সেই হিসেবে প্রায় এক হাজারের মতো খাবারের প্যাকেট তারাই সরবরাহ করেছে। কিন্তু তারা খাসির মাংসর কথা বলে গরুর মাংস চালিয়ে দিয়েছে।

এ দায় কার? জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা তদারকি করেছেন তাদের ওপরই এ দায় পড়ে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ আরো বেশ কয়েকজন সামিটের তদারকির দায়িত্বে ছিলেন। সেই হিসেবে এ দায় তাদের ওপরই পড়ে।

গরুর মাংস খাওয়ানোয় বুয়েটের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একজন শিক্ষক বলেন, বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কাজ মেনে নেওয়া যায় না। একটি চিহ্নিত গোষ্ঠী ধর্মীয় ও সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছে। এদেরকে শাস্তির আওতায় আনা উচিত।

বুয়েটের শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র আন্দোলনের একজন নেতা অভিযোগ করে বলেন, এই ক্যাম্পাস জামায়াত-শিবিরের ক্যাম্পাস। এখানে নানাভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হয়ে থাকে। খাসির মাংসের কথা বলে গরুর মাংস খাওয়ানোটাও সাম্প্রদায়িকতারই একটি অংশ।

আজম খান নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘আমাদের দেশে হিন্দু ধর্মের মানুষকে একটু গরু খেতে চাপাচাপি করা কিংবা কৌশল করে খাইয়ে দেয়া নতুন কিছু না। খাইয়ে দাইয়ে বলা হয় মজা করেছি।

আজকে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রামে হিন্দু ধর্মের শিক্ষার্থীদেরকে খাসির মাংস বলে গরুর মাংস খাইয়ে দেয়া হয়েছে। সেরা ধর্মের লোকেদের সঙ্গে একই কাণ্ড করে খাসির বদলে শূকরের মাংস খাওয়ালে এতক্ষণে দুই চারটা বাড়িঘরে আগুন ধরে যাইতো।

এ ব্যাপারে জানতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যানকে ল্যান্ডফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি