শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এভাবেও কনসিলার ব্যবহার করতে পারেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

image-8796
পূর্বাশা ডেস্ক:

মেক আপ কিটের অত্যন্ত জরুরি সামগ্রী কনসিলার। মেক আপ করার আগে মুখের দাগ, ছোপ, চোখের তলার কালি ঢেকে ফেলে নিখুঁত মেকআপের জমি তৈরি করে কনসিলার। কিন্তু কনসিলার কি শুধু দাগ-ছোপ ঢাকার জন্যই? জানেন কি মেকআপের আরও অনেক খুঁটিনাটি বিষয়ে যত্ন নেয় কনসিলার? জেনে নিন কনসিলারের এমনই চার দারুণ ব্যবহার।

হাইলাইটার: মেক আপের নতুন ট্রেন্ড কনট্যুরিং করা। কিন্তু শুধু কনট্যুরিং করার জন্য একগাদা দাম দিয়ে প্রডাক্ট কেনার কোনও মানে হয় না। বরং একটা-দুটো শেডের কনসিলার কিনে রাখুন। কনসিলারের সাহায্যেই করতে পারেন হাইলাইট ও কনট্যুরিংয়ের কাজ।

ভ্রু-র মেক আপ নিখুঁত করতে: ভ্রুতে মেক আপ করার আগে উপরের হাড়ে কনসিলার লাগিয়ে নিন।এতে শেপ যেমন দেখতে সুন্দর লাগবে, তেমনই শাইনও আসবে।

আইশ্যাডো প্রাইমার: যারা নিয়মিত মেকআপ করেন তারা প্রাইমারের ভূমিকা ও গুরুত্ব জানেন।আইশ্যাডো লাগানোর আগে কনসিলার দিয়ে প্রাইমার তৈরি করুন। এতে আইশ্যাডো যেমন ভাল ভাবে ব্লেন্ড হবে, তেমনই থাকবেও অনেক ক্ষণ।

টানা আইলাইনার: চোখ মোহময়ী দেখাতে এমন টানা আইলাইনারের জুড়ি মেলা ভার। কিন্তু এ ভাবে নিখুঁত আইলাইনার পরা কি আর সোজা কথা? প্রায়ই ঘেঁটে যায়। আইলাইনারের শেষ প্রান্তে হালকা কনসিলার লাগিয়ে নিন। ঘেঁটে যাওয়া অংশ ঢেকে ফেলুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি