শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চুল পড়ার ভেষজ সমাধান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

hair-fall-and-food

পূর্বাশা ডেস্ক:

প্রতিদিন আমাদের মাথায় প্রচুর ধুলো বালি জমে, যা সাবান বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেও যায় না, এ ছাড়া খুশকির জন্য আমাদের অনেকের মাথার চুল পড়ে যায়। অসময়ে চুল পড়ে গিয়ে টাক মাথা হবার থেকে বাঁচতে ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করা যায়।

১। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই তেল ভালোভাবে মাথায় মালিশ করে সকালে ধুয়ে ফেলুন।
২। এক ভাগ মধুতে দুই ভাগ লেবুর রস মিশিয়ে নিয়মিত চুলের গোড়ায় মালিশ করুন।
৩। লেবুর রসে আমলকীর গুঁড়ো মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়।
৪। আমের আঁটির সাথে আমলকী গুঁড়ো করে মাথায় মালিশ করলেও উপকার পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি