মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বীমা কোম্পানি পুঁজিবাজারে নিবন্ধন ছাড়াই ব্যবসায়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

image-10685

ডেস্ক রিপোর্টঃ

দেশের বেশ কিছু বীমা কোম্পানি পুঁজিবাজারে নির্ধারিত সময়ে নিবন্ধন ছাড়াই ব্যবসা করছে। নিয়ম অনুসারে ব্যবসা শুরুর তিন বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয় বীমা কোম্পানিগুলোকে। কিন্তু অনেক কোম্পানিই তা মানছে না।

কোম্পানিগুলো হচ্ছে জীবন বীমাখাতের হোমল্যান্ড, সানফ্লাওয়ার, বায়রা এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স। আর সাধারণ বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল, দেশ জেনারেল, ক্রিস্টাল এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্স। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বেশ কিছু কোম্পানি ১৫-২০ বছর তালিকাভুক্ত না হয়েই ব্যবসা করছে। এমন ধরনের নয়টি প্রতিষ্ঠানকে দ্রুত পুঁজিবাজারে আসার নির্দেশ দিয়েছে ইন্স্যুরেন্স ডেভেলপম্যান্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। একই সঙ্গে নিয়ম ভঙ্গের শাস্তিস্বরূপ ধার্যকৃত প্রতিদিনের জন্য পাঁচ হাজার টাকা করে জরিমানার অর্থও পরিশোধ করতে বলা হয়েছে এসব কোম্পানিকে।

অন্যথায় নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশ দেয়া হয়। পাশাপাশি আইন অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়ানোরও নির্দেশ দিয়েছে আইডিআরএ।
এ বিষয়ে আইডিআরএর সদস্য ও মুখপাত্র জুবের আহমেদ খান বলেন, ‘নিয়ম অনুসারে ব্যবসা শুরু করার তিন বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু এই কোম্পানিগুলো আইডিআরএ নিয়ম পালন করেননি। এর মধ্যে কয়েকটি কোম্পানি ১৫-২০ বছর ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হয়ে ব্যবসা করছে। তবে এখনও তাদের আর্থিক ভিত শক্তিশালী হয়নি। নির্ধারিত সময়ের পরেও পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়া পুরাতন বীমা কোম্পানির এমডিদের সঙ্গে বৈঠক করেছি। তাদের দ্রুত পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে তালিকাভুক্ত না হওয়ার কারণে তাদের জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছি।’

নিয়ম অনুসারে তালিকাভুক্তিতে ব্যর্থতার দায়ে প্রতিদিন পাঁচ হাজার টাকা জরিমানা দেয়ার বিধান রয়েছে বীমা আইনে। তবে তালিকাভুক্ত না হলেও দীর্ঘদিন ধরেই আইডিআরএ তালিকাবহির্ভূত অধিকাংশ কোম্পানি থেকে এ জরিমানার অর্থ আদায় করতে পারছে না। অনেক কোম্পানি রয়েছে যারা গত পাঁচ বছরেও কোন জরিমানা পরিশোধ করেনি। তাই কোম্পানি থেকে জরিমানার অর্থ আদায় করতে এই নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, আলোচিত কোম্পানিগুলোর মধ্যে জীবনবীমা খাতের সানফ্লাওয়ার লাইফকে ৫৩ লাখ ২৫ হাজার, গোল্ডেন লাইফকে এক কোটি আট লাখ ৫ হাজার ৩৮০ টাকা, বায়রা লাইফকে এক কোটি আট লাখ পাঁচ হাজার ৩০০ টাকা এবং হোমল্যান্ড লাইফকে ৩৯ লাখ ৬৫ হাজার টাকা আগামী দুই মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অপরদিকে সাধারণ বীমাখাতের দেশ জেনারেলকে ৮৯ লাখ ৭৮ হাজার টাকা, ইসলামী কমার্শিয়ালকে ৭৭ লাখ পাঁচ হাজার, ক্রিস্টালকে ৮৯ লাখ ৭৯ হাজার টাকা এবং ইউনিয়নকে ৮৯ লাখ ৮০ হাজার টাকা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইডিআরএর অর্থবিভাগে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও এই তালিকায় রয়েছে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স।

নাম প্রকাশে অনিচ্ছুক আইডিআরএর এক সদস্য বলেন, কিছু কোম্পানি থেকে একদমই জরিমানা আদায় করা যাচ্ছে না। অনেকে পরিশোধ করলেও নিয়মিত নয়। নিয়ন্ত্রণ সংস্থা থেকে কোম্পানিগুলোকে একাধিকবার চিঠিও দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ না হওয়ায় তালিকাভুক্তিতে ব্যর্থ কোম্পানিগুলোর পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে নিবন্ধন বাতিলের সিদ্ধান্তটি জানিয়ে দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি