মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসি পুনর্গঠনে সংলাপ কি আইওয়াশ ? শঙ্কা বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

266989_1

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ সরকারের ¯্রফে নাটক বা আইওয়াশ কি-না এ নিয়ে শঙ্কা রয়েছে বিএনপির। দলটি নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির কাঠামো দেখে বর্তমানে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবে। দলটি মনে করছে, সার্চ কমিটিতে রাষ্ট্রপতি কাদের নিয়োগ দেন তা দেখেই সরকারের অবস্থান বা আগামী নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা বোঝা যাবে।

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সরকারের আকাক্সক্ষা হলে রাষ্ট্রপতি তুলনামূলক বিতর্কের বাইরে থাকা নিরপেক্ষ ব্যক্তিদের সার্চ কমিটিতে নিয়োগ দেবেন এমন প্রত্যাশা বিএনপির। আর এমন পরিস্থিতিতে সার্চ কমিটি তথা নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপির প্রস্তাবের অনেকাংশ বিবেচনায় নেওয়াও কঠিন নয় বলে দলটি মনে করে। কিন্তু কঠোর অবস্থানে গিয়ে নিজেদের মতো করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইলে সে ক্ষেত্রে বিএনপির সঙ্গে সংলাপ স্রেফ নাটক বা আইওয়াশ ছাড়া কিছুই হবে না বলে বিএনপির ধারণা।

ইসি পুনর্গঠন নিয়ে সংলাপ নিয়ে যে শঙ্কা রয়েছে তা বিএনপির নেতাদের সাম্প্রতিক কথায় স্পষ্ট হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, আগামী নির্বাচন নিয়ে সরকারের মনোভাব সার্চ কমিটি থেকে অনেকাংশে বোঝা যাবে। তিনি বলেন, ‘ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। কিন্তু যদি দেখা যায় যে আমাদের সঙ্গে সংলাপও হলো কিন্তু রাষ্ট্রপতি সার্চ কমিটি করলেন সরকারের ইচ্ছা বা ইঙ্গিতে; তখন তো এই সংলাপ কোনো কাজে আসবে না। সুতরাং সার্চ কমিটি গঠনের পর বোঝা যাবে আসলে সরকার কী চায়!’

প্রায় একই রকম মনোভাব ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ তথা সার্চ কমিটির কাঠামোর ওপর আগামী রাজনীতির অনেক কিছু নির্ভর করছে। সরকার আন্তরিক হলে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করবে। আর ৫ জানুয়ারির মতো নির্বাচন চাইলে সে ক্ষেত্রে সার্চ কমিটি বেছে বেছে তাদের অনুগত লোকদের বের করবে। তবে যা-ই হোক, সরকারের আন্তরিকতার প্রথম পরীক্ষা এটি; যোগ করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, সার্চ কমিটি গঠনের ব্যাপারে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করার কথা থাকলেও গত ৪৪ বছরেও তা করা হয়নি। ওই অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধানাবলি সাপেক্ষে রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারকে নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে; যদিও বর্তমান সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কিছুই করেন না বলে মনে করা হয়।

২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান স্ব-উদ্যোগে সার্চ কমিটি গঠন করেছিলেন। ওই কমিটির সুপারিশ অনুযায়ী ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়। এর আগে সার্চ কমিটি গঠনকে সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি ২০১১ সালের ২২ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিএনপি তখন সার্চ কমিটির জন্য কোনো সুপারিশ বা প্রস্তাব দেয়নি।

ইসি পুনর্গঠনকে সামনে রেখে এবার অবশ্য বিএনপিই সংলাপ করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানায়। আর রাষ্ট্রপতিও এ ইস্যুতে সংলাপ ডেকেছেন। আগামীকাল ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে বিএনপি।

রাষ্ট্রপতি চাইলে সার্চ কমিটিতে নিয়োগের ব্যাপারে সুনির্দিষ্ট ১০ জনের (একজন আহ্বায়কের পদের বিপরীতে দুজন এবং চারজন সদস্যের বিপরীতে আটজন) নামের তালিকাও তারা দেবে। এ বিষয়ে দলটিতে প্রস্তুতির কাজ চলছে। নামের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তুতি চূড়ান্ত করতে আজ শনিবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বিএনপি নেতা রিজভী শনিবার বলেছেন, ‘বিএনপির প্রত্যাশা একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে যা সরকারের খাঁচায় বন্দী পাখি হবে না। যা সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। যে কমিশন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভোট গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের ভোটদানে উৎসাহিত করবে। বিএনপি তারই প্রতিধ্বনি করেছে ১৩ দফা প্রস্তাবে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে ইসি গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব।

তিনি বলেন, ‘সংকুচিত গণতন্ত্রের পরিসর বাড়ানোর জন্যই নাসিক নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ। নারায়ণগঞ্জবাসী ভোটারবিহীন সরকারের ধারাবাহিক দু:শাসনের বিরুদ্ধে ও মানুষের ভোটাধিকার হরণের জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। সরকারের ভয়াবহ দু:শাসন, দেশজুড়ে লুটপাটের মহোৎসব, রাজকোষ লোপাটসহ বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, কথা বলতে গেলেই মামলা-হামলা-কারা নির্যাতন, গুম, খুন, অপহরণ ও ধর্ষণের বিরুদ্ধে রায় দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ। সূত্র : একাধিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি