বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নাসিক নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের শঙ্কায় নিরীহ কাউন্সিলরা


নাসিক নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের শঙ্কায় নিরীহ কাউন্সিলরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

nacik-1

ডেস্ক রিপোর্টঃ

নাসিক নির্বাচনকে সামনের রেখে শঙ্কা বাড়ছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। এক ওয়ার্ডে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল ও প্রভাব বিস্তার করার আশঙ্কায় উদ্বিগ্ন নিরীহ কাউন্সিলর প্রার্থীরা। ওই সকল প্রার্থীরা নির্বাচন কমিশনের উপরও ভরসাও রাখতে পারছেন না। কারণ বৈধ অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় ভোটের দিনের পরিবেশ নিয়ে তারা চিন্তিত।

তবে নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাদ ও নিরপক্ষে হবে এবং মানুষ যাতে নিরাপদে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

সংরক্ষিত (১৩, ১৪, ১৫) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পরি রানী সরকার বলেন, নির্বাচন নিয়ে আমার শঙ্কা হচ্ছে। আমার ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটারদের কাছে গেলে বলে ৫০০ টাকা দিলে আপনাকে ভোট দিবো। তিনি আরও বলেন, জনগণের ভোটকে কিছু প্রার্থী পণ্যে রূপান্তর করে ফেলেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধও জানাচ্ছি।

সংরক্ষিত ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ ভোট এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করার দাবি জানান। ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অসিত বরণ বিশ্বাস জানান, টাকা ও ধর্মের ব্যবহার হচ্ছে। এতে আমি শঙ্কিত। নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হতে হবে। ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লা জানান, নির্বাচনের দিন প্রভাব বিস্তার করার পাঁয়তারা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনও বলে বেড়াচ্ছে ভোটের দিন দেখা যাবে। কী দেখা যাবে তা নিয়ে শঙ্কিত। যদিও আমি নির্বাচন কমিশন বরাবর লিখিত কাগজ দিয়েছি যাতে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ সদস্যদের এই ওয়ার্ডে দায়িত্ব দেয়া হয়।

তাছাড়াও জানা যায় মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুরাও প্রার্থী হয়েছে। এতে সাধারণ ভোটাররা আতঙ্কিত। বিতর্কিতদের অনেকেই ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নানা পরিকল্পনা নিচ্ছে। ভোটের দিন তারা প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলের প্রতিযোগিতায় নামতে পারে। গতকাল নারায়ণগঞ্জ ক্লাবে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় এসক কথা উছে আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি