মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নিখোঁজ চার তরুণ কি তাহলে জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়েছে?


নিখোঁজ চার তরুণ কি তাহলে জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়েছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

download-1-17

ডেস্ক রিপোর্টঃ

গত দু’সপ্তাহ পার হলেও বনানীতে ৪ তরুণ নিখোঁজ হওয়ার সঠিক তথ্য দিতে পারেনি তাদের পরিবার ও পুলিশ। তবে একটা ব্যাপারে পুলিশ প্রায় নিশ্চিত যে, নিখোঁজ তরুণরা জঙ্গিবাদে উদ্ধুদ্ব হয়ে জঙ্গি কর্মকা-ে জড়িয়ে পড়তে পারে। ইতোপূর্বে নিখোঁজদের অধিকাংশেরই জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। আবার অনেকে মনে করছেন, নিখোঁজ তরুণরা আগে থেকেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে কোনো সংস্থা তাদের তুলে নিয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বলছে, এরা আগে থেকেই কোনো সন্ত্রাসী কার্মকা-ে জড়িত থাকতে পারে। যে কারণে তারা নিজেরাই দেশান্তরী হতে পারে।

অনুসন্ধানে বেরিয়ে আসে গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িতরা এবং এর পরে বিভিন্ন জঙ্গি আস্তানায় র‌্যাব-পুলিশের অভিযানে নিহত তরুণদের অনেকেই ঘটনার বেশ কিছুদিন আগে স্বেচ্ছায় নিখোঁজ হন। আবার নিখোজদের মধ্যে এমন কিছু তরুণকেও পাওয়া গেছে যারা নেহায়েত পরিবারের সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছেন। যাদের অনেকেই পরে ঘরে ফিরে গেছেন। কিন্তু পুলিশ ও র‌্যাবের একের পর এক অভিযানে জঙ্গিরা নিহত ও আটক হওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমানে জঙ্গি তৎপরতা অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়েছে। জঙ্গিদের নিস্ক্রিয়তার মধ্যেও একের পর এক তরুণ নিখোঁজের ঘটনা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। তাই জঙ্গিরা দৃশ্যত নিস্ক্রিয় হয়ে পড়লেও নতুন করে ভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে কিনা সে আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বলেছেন, তারা নিখোঁজদের ব্যাপারে জোড়ালো অনুসন্ধান করছেন। তবে জঙ্গিবাদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত চালালেও নিখোঁজদের না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে ‘তারা আসলে জঙ্গিবাদে জড়াতেই ঘর ছেড়েছেন’ -এমনটি বলা যাবে না।

বিশেষ করে চলতি মাসে রাজধানী থেকে নিখোঁজ তরুণদের আচরণ জঙ্গিবাদে জড়িত হওয়া নিখোঁজ তরুণদের সঙ্গে বেশ কিছু জায়গায় অমিল রয়েছে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তারা।

এ বিষয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, নিখোঁজ তরুণদের বিষয়ে পুলিশ সব ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।’ তিনি মনে করেন, গুলশানের হলি আর্টিসানে হামলার ঘটনার পর পুলিশ দেশব্যাপি দক্ষতার সঙ্গে যেভাবে জঙ্গি দমনে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়েছে, তাতে জঙ্গিদের কোমর ভেঙ্গে গেছে। জঙ্গিরা অল্প সময়ে আর বড় ধরনের কোনো হামলা চালানোর অবস্থায় নেই। তবে তিনি এও বলেন, ‘জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সময় সুযোগ পেলে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই জঙ্গিরা নিস্ক্রিয় থাকলেও সব সময় এ বিষয়ে তৎপর থাকতে হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, আমরা নিখোঁজদের বিষয়ে যথেষ্ট সচেতন আছি। আমাদের সব বিভাগ একযোগে কাজ করছে। সাম্প্রতিক সময়ে যারা নিখোঁজ হয়েছেন তারা কেন নিখোঁজ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত তারা জঙ্গিবাদে জড়িয়েছে তা নিশ্চিত করে বলা যাবে না। এছাড়া আমরা প্রাথমিকভাবে তদন্তে যেসব বিষয় পেয়েছি তা অতীতে নিখোঁজ হয়ে জঙ্গিবাদে জড়িতদের সঙ্গে বেশ অমিল রয়েছে। যেমন প্রকাশ্যে একসঙ্গে বসে মিটিং করে নিখোঁজ হওয়া,  নিখোঁজের আগ পর্যন্ত মোবাইল ফোন সচল থাকাসহ আরও কিছু বিষয় আছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, আমরা পূর্বের ন্যায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নজরদারি করছি। আমাদের নজরদারি আছে বলেই গড়ে নিখোঁজ হওয়া  হ্রাস পেয়েছে এবং নিখোঁজদের তথ্য বেরিয়ে আসছে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী বলেন, আমাদের থানায় সাম্প্রতিক সময়ে নিখোঁজের বিষয়ে যে জিডি হয়েছে আমরা তা তদন্ত করছি। একসঙ্গে ৪ জন নিখোঁজের বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে, বনানী কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় চার তরুণকে একত্রে দেখা গিয়েছিল। তারপর থেকেই তারা নিখোঁজ। ওই এলাকা থেকেই একই সময়ে তাদের মুঠোফোনগুলো বন্ধ হয়ে যায়। তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে। এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এরমধ্যে ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হন চার তরুণ। নিখোঁজরা হলেন জায়েন হোসেন খান (পাভেল), সাফায়াত হোসেন, মো. সুজন ও মেহেদি হাওলাদার। তাদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এরমধ্যে সাফায়াত ও জাইন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বরিশালের বিএম কলেজের ছাত্র মেহেদি। আর সুজন ড্যাফোডিল থেকে তথ্যপ্রযুক্তিতে কোর্স করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কমর্রত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি