মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যৌতুক না পেয়ে গৃহবধূর জিহ্বা কেটে নিল পাষন্ড স্বামী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

164265_1
ডেস্ক রিপোর্টঃ

এবার গৃহবধূর জিহ্বা কেটে নিয়েছে পাষন্ড স্বামী। এতে সুমা নামের ওই গৃহবধূ এখন মৃত্যুর পথযাত্রী। ঘটনার ২৪ ঘণ্টা পরও তার জ্ঞান ফিরেনি। এনিয়ে সুমার পরিবারে চলছে আহাজারি।

ভিকটিম সুমার মা আয়না বিবি জানান, পাষন্ড বেলাল শুধু জিহ্বাই কাটেনি, বাম পায়ের রগও কেটে দিয়েছে। ডানপায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।

ঘটনাটি সিলেট শহরতলির পশ্চিম দর্শা গ্রামে। এমন বর্বরতায় হতবাক সবাই।

এলাকাবাসী জানায়, দর্শা গ্রামের মৃত আবদুল আলীর মেয়ে সুমা বেগম সুনাবি। ২০০৮ সালে সুমার বিয়ে হয় একই এলাকার খানুয়া গ্রামের মৃত ইছমত আলীর ছেলে বেলাল আহমদের সঙ্গে। বেলাল সিলেট নগরীর উপশহর এলাকায় ওয়ার্কশপে কাজ করে। বিয়ের পর থেকে বেলালের পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছিল না সুমার।

কেননা, মায়ের অমতে বেলাল তার বোন ও বোন জামাইকে সঙ্গে নিয়ে সুমাকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন সুমা স্বামীর বাড়ি থাকলেও পারিবারিক বিরোধ থাকায় পিতার বাড়ি দর্শা গ্রামে চলে আসেন। কয়েক বছর ধরে তিনি পিতার বাড়িতেই বসবাস করছিলেন। তিন বছর আগে বেলাল সুমাকে না জানিয়ে বাদাঘাট এলাকায় আরো একটি বিয়ে করে। ওই বিয়ের কথা জানাজানি হওয়ার পর বিরোধ তীব্র হয়। সংসারের কথা চিন্তা করে সুমা ডিভোর্স দেয়নি বেলালকে।

গত কয়েক মাস ধরে বেলাল সুমার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। স্বামীর চাপাচাপির কারণে সুমা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেলালের হাতে তিন লাখ টাকা তুলে দেয়। এরপরও বেলাল আরো দুই লাখ টাকার জন্য সুমাকে চাপ দিচ্ছিল। বুধবার রাতে বেলাল সুমার কাছে দুই লাখ টাকা চেয়ে ফোন করে। সুমা এ সময় জানায়, সে তিন লাখ টাকা ঋণ করে দিয়েছে। ওই ঋণ শোধ করতে পারছে না। নতুন করে টাকা দিতে পারবে না। এ কথা বলার পর বেলাল সুমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দেখে নেয়ার হুমকিও দেয়।

গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে বেলাল তার বন্ধুকে নিয়ে আসে সুমাদের বাড়ি দর্শা গ্রামে। সুমাকে ডেকে বাইরে নিয়ে যায়। বাড়ির পূর্ব পাশে লাকড়ির ঘরের কাছে নিয়ে বেলাল ও অপর দুই যুবক তার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এ সময় তারা লাকড়ির ঘরের ভেতরে সুমাকে নিয়ে যায়। হাত-পা বেঁধে ফেলে। এ সময় বেলাল হাতের চাকু দিয়ে সুমার জিহ্বার অগ্রভাগ দ্বিখন্ডিত করে। পরে তার বাম পায়ের গোড়ালির রগ কেটে দেয়।

ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। নির্যাতনের পর সুমা হঠাৎ ‘মাগো’ বলে চিৎকার দিলে মা আয়না বেগম চিৎকার শুনে এগিয়ে আসেন। তিনি দেখেন বেলাল ও তার সঙ্গে থাকা অপর দুই যুবক দেয়াল টপকে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে সুমার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় সুমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা রাতেই তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করেন। সেই থেকে এখনো সুমার জ্ঞান ফিরেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি