বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তান অলআউট ১৪২ রানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

Australia's Josh Hazlewood, left, is congratulated by teammate Nathan Lyon after dismissing Pakistan's Wahab Riaz, right, during play on day two of the first cricket test between Australia and Pakistan in Brisbane, Australia, Friday, Dec. 16, 2016. (AP Photo/Tertius Pickard)

স্পোর্টস ডেস্কঃ

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে বিবর্ণ পাকিস্তান এই রাতের খেলা শেষ করেছিল ৮ উইকেটে ৯৭ রান নিয়ে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ৪২৯। ৩৩২ রানে পিছিয়ে থেকে শনিবার তৃতীয় দিনে ব্যাটিং নামে মিসবাহ উল হকের দল। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের ইনিংস। যা একটু লড়লেন সরফরাজ আহমেদ।

তাতে অবশ্য ১৪২ এর বেশি করতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৮৭ রানে পেছনে রয়েছে দলটি। ফলোঅনে পড়লেও পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়নি অস্ট্রেলিয়া।

আগের দিনের ৮ উইকেটে ৯৭ রান নিয়ে শনিবার ব্যাটিংয়ে নামে পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির। দিনের শুরুতে দুই ব্যাটসম্যানই দেখে-শুনে শুরু করেন। দলের রানকে একটু একটু করে এগিয়ে নেন তারা। কিন্তু দিনের অষ্টম ওভারে জ্যাকসন বার্ডের চতুর্থ বলে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ধরা পড়েন আমির (২১)। তবে এক প্রান্তে আগলে থেকে বুক চিতিয়ে লড়াই করেন সরফরাজ। এরমধ্যে এই ডানহাতি ব্যাটসম্যান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে রাহাত আলি (৪) রান আউট হলে ১৪২ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪২৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপদে পড়েছিল পাকিস্তান। ৬৭ রানেই ৮ উইকেট হারিয়েছি দলটি। সরফরাজ আহমেদ ছাড়া আর কোনো ব্যাটসম্যান নামের প্রতি সুবিচার করতে পারেননি।

মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও জ্যাকসন বার্ড ৩টি করে উইকেট নিয়েছেন। জস হ্যাজেলউড নিয়েছেন ১টি উইকেট।

প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ (১৩০), হ্যান্ডসকম্বের (১০৫) সেঞ্চুরি ও ম্যাট রেনসোর (৭১) ব্যাটে ভর করে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ ৪টি করে উইকেট নেন। এছাড়া ২টি উইকেট নেন ইয়াসির শাহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি