মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপিকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে কী হবে? চা খেয়ে চলে আসতে হবে: সেলিম


বিএনপিকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে কী হবে? চা খেয়ে চলে আসতে হবে: সেলিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

267164_1

ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনায় কোনো ফায়দা হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নতুন নাটক করছে, তারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে কী হবে? তারা চা খেয়ে চলে আসবেন।’

বিজয় দিবস উপলক্ষে বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আলোচনায় সেলিম এই কথা বলেন।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী রবিবার থেকে এই আলোচনা শুরু হবে এবং প্রথম দিনই তিনি বিএনপিকে ডেকেছেন।

রবিবার বঙ্গভবনে যাচ্ছে বিএনপির ১০ জন নেতা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানিয়েছেন নির্বাচন কমিশন গঠন বিষয়ে গত ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, সেই আলোকেই এই আলোচনা করবেন তারা।

তবে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম বলছেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনায় কিছুই হবে না।’ তিনি বলেন, ‘তাদের কী উচ্ছ্বাস! তারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে কী হবে? আপনারা বঙ্গভবন যাবেন, গিয়ে চা খেয়ে চলে আসবেন।’

সেলিম বলেন, ‘বঙ্গভবনে বৈঠক করে কী হবে? সংবিধানের বাইরে গিয়ে কিছুই হবে না। সংবিধানের ১১৮ ও ১১৯ অনুচ্ছেদে যা বলা আছে তাই হবে।’

সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।

তবে এই নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনের পর প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে বাধ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি