মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিকেলে রাষ্ট্রপতির সাথে বিএনপির বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৬

1790-550x309
ডেস্ক রিপোর্টঃ

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আজ বিকেলে বৈঠকে বসছে বিএনপি’র একটি প্রতিনিধি দল। তারা নির্বাচন কমিশন নিয়ে আলোচনার পাশাপাশি সার্চ কমিটির জন্য নামের তালিকা দেবেন রাষ্ট্রপতিকে। এ বৈঠকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা করতে চায় বিএনপি।

খালেদা জিয়ার নেতৃত্বে বিকেল চারটায় বঙ্গভবনে যাবেন বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সাথে বৈঠকে খালেদা জিয়ার বক্তব্য ও সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা তৈরীসহ সব প্রস্তুতি শেষ করেছে দলটি। দলের নেতারা বলছেন, সার্চ কমিটি গঠনের জন্য প্রস্তাবিত তালিকা সাবেক প্রধান বিচারপতি আর শিক্ষাবিদ, সুশীল সমাজের সদস্য ও নারী প্রতিনিধির নামও চূড়ান্ত করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন,  ‘একজন হবেন সাবেক প্রধান বিচারপতি, আরেকজন হবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, বাকি তিনজনের মধ্যে একজন নারী থাকতে হবে। একজন শিক্ষাবিদকে রাখা দরকার এটা আমরা মনে করি। আর সুশীল সমাজ থেকেও নাম দেয়া যেতে পারে। এই পর্যায়ে আলোচনার সুযোগ কতটুকু থাকবে জানি না। কিন্তু আমরা বলব একটা সহায়ক সরকার থাকতে হবে। কিন্তু তার রূপ রেখা পরবর্তি পর্যায়ে দেয়া হবে’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহমুদুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি যেভাবে আমাদের আহবান জানিয়েছেন আমরা আশাবাদি যে তিনি এ বিষয়ের একটা ভাল সমাধান চান’।

মূলত নির্বাচন কমিশন নিয়ে সংলাপ হলেও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও রাষ্ট্রপতির সাথে কথা বলতে চান দলের নেতারা।

এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট উত্তরনের পথ প্রশস্ত হলেও সেটা কতটা সফল হয় তার দিকে নজর সবার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি