মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জিজ্ঞাসাবাদে আতিউরের আচরণগত দুর্বলতা পেয়েছে সিআইডি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

267781_1

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটির সাবেক গভর্নর আতিউর রহমানের আচরণগত দুর্বলতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার আতিউরকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের পর জাগো নিউজকে এমনই তথ্য জানান সিআইডির এক কর্মকর্তা। দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের নিয়ম ভেঙে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির ওই কর্মকর্তা জানান, সোমবার সিআইডির চার সদস্যের একটি দল আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তার ধানমন্ডির বাড়িতে যায়। সেখানে রিজার্ভ চুরি সংক্রান্ত সুনির্দিষ্ট তিনটি প্রশ্নের জবাব চান তদন্ত কর্মকর্তারা। তবে আতিউরের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব পাননি তারা। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় আতিউর রহমানের আচরণগত দুর্বলতারও প্রমাণ মিলেছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট কোড হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে মার্চের শুরুতে। এ ঘটনায় ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মুদ্রা পাচার প্রতিরোধ ও তথ্য-প্রযুক্তি আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার পেয়ে দুটি অংশে বিভক্ত হয়ে কাজ শুরু করে সিআইডি।

তদন্তের অংশ হিসেবে এ পর্যন্ত প্রায় ১২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অনানুষ্ঠানিকভাবে আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয় একবার। তবে সোমবার তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি। এদিন তদন্ত দলের প্রধান সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলমসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল সকাল ১১টা দিকে তার বাড়িতে যান। সাড়ে ১২টার দিকে তারা জিজ্ঞাসাবাদ শেষে বের হন।

এ বিষয়ে জাগো নিউজের পক্ষ থেকে ডিআইজি শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা অনেকই জিজ্ঞাসাবাদ করেছি, এবং করছি। তবে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এ বিষয়টি এখনই বলা যাচ্ছে না।

সিআইডির দায়িত্বশীল সূত্র জানায়, তদন্তে সিআইডি আতিউর রহমানের বিরুদ্ধে কিছু তথ্য পেয়েছে, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশেষ করে দায়িত্বে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়ম ভঙ্গ করে অযাচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তবে সোমবার এই প্রশ্নের উত্তরে আতিউর রহমান সিআইডিকে জানান, তিনি ব্যক্তিগত প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

রিজার্ভ চুরির বিষয়টি চেপে যাওয়ার কারণ জানতে চাইলে সিআইডিকে আতিউর রহমান জানান, চুরির বিষয়টি জানাজানির আগেই তিনি টাকা উদ্ধারের চেষ্টা করেছিলেন। তাই ব্যাংকের কর্মকর্তাদের বিষয়টি গোপন রাখতে বলেছিলেন আতিউর রহমান।

তার এ জবাবে সন্তুষ্ট হতে পারেনি সিআইডির কর্মকর্তারা।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সিআইডির প্রতিনিধিদের উপর কিছুটা ক্ষুদ্ধ হয়ে ওঠেন আতিউর। সিআইডির তদন্ত দলের কর্মকর্তারা তাকে স্বাভাবিক আচরণ করার জন্য অনুরোধ জানান।

এর আগে গত ২০ ও ২২ নভেম্বর রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে খুব একটা সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে জানায় সিআইডি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি