সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাংক কোম্পানি আইন সংশোধন হবে: অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৬

f02e6b0392d8e851d251602b6e5870bc-abul-mall-abdul-muhit_19

পূর্বাশা ডেস্ক:

আগামী দুই বছরের মধ্যে ব্যাংক কোম্পানি আইনের দেউলিয়া ও একীভূতকরণ আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ভিডিও কনফারেন্সর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের শাখা উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এ দুটি আইন অনেক শক্তিশালী। তাই বাংলাদেশেও শক্তিশালী করা হবে। ব্যাংক বেশি হয়েছে তাতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাই ব্যাংক সেক্টর নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান প্রমুখ।

নতুন যে দশটি শাখা উদ্বোধন করা হলো সেগুলো হলো- ঢাকার আসাদ গেট শাখা, লালমনিরহাট শাখা, নাটোর শাখা, চট্টগ্রাম সদরঘাট শাখা, নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, শরীয়তপুরের গোসাইর হাট শাখা, নোয়াখালীর কানকিরহাট শাখা, লক্ষ্মীপুরের মান্দারী বাজার শাখা, টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শাখা, গৌরীপুর শাখা ও ঢাকার আশুলিয়া শাখা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি