বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ ক্রিকেট : ২০১৫ বনাম ২০১৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

183631_170

পূর্বাশা ডেস্ক:

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর সবাই এখন ভাবতে শুরু করেছে, ভুলটা কোথায়। যে দল দুর্দান্ত খেলেছিল মাত্র কিছুদিন আগেও তাদের অবস্থা এমন হলো কেন? এখানে ক্রিকইনফোর একটি বিশ্লেষণ সংক্ষিপ্তাকারে দেয়া হলো।
বাংলাদেশ ২০১৫ সালে দলগতভাবে দুর্দান্ত খেলেছিল। মুশফিকুর রহীম আর সৌম্য সরকারের গড় ছিল ৫০-এর ওপরে। আর তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ প্রত্যেকেই দুটি করে শতক হাঁকিয়েছেন। ৫ ব্যাটসম্যানের ৯০ প্লাস স্ট্রাইক রেট ছিল। সাকিব আল হাসান দীর্ঘ ইনিংস খেলেছেন। ৮৯.৯৫ স্ট্রাইক রেটে ৪২১ রান সংগ্রহ করেছিলেন।
আর ২০১৬ সালে সৌম্য সরকার চার ইনিংসে করেছেন মাত্র ৩২ রান। মুশফিক ক্রাইশ্চার্চে ছন্দ ফিরে পেলেও ইনজুরির শিকার হয়ে পরের দুটি ম্যাচে খেলতে পারেননি।
তামিমের স্ট্রাইক রেট ২০১৫ সালের চেয়ে কমে গেছে। তার পরও তা ৪৫-এ মতো রয়েছে। ইমরুল কায়েক ২০১৬ সালে ম্যাচ উইনিং নক খেলতে পারেননি। সাকিবের ব্যাটিং ধার বেশ কমে গেছে।
নতুনরাও তেমন সুবিধা করতে পারছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি