বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুখ খুললেন হাথুরুসিংহে-


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

পূর্বাশা ডেস্ক:  ক্রাইস্টচার্চ থেকে নেলসন, নেলসন থেকে নেপিয়ার। এগিয়ে চলেছে বাংলাদেশ দল। কিন্তু সাফল্য এখনো অধরা। বরং জন্ম হচ্ছে নানা প্রশ্নের। কেন তানভীর হায়দার একাদশে? কেন নাসির হোসেন নেই স্কোয়াড়ে এই প্রশ্নগুলোর উত্তর প্রথমবারের মত সিরিজের মাঝপথে দিয়েছেন বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

নিউজিল্যান্ডের বন্দর নগরী নেপিয়ারে এখন টিম বাংলাদেশ। এখানেই মঙ্গলবার প্রথম টি টোয়েন্টি।

ব্ল্যাকক্যাপদের বিপক্ষে জেতা হয়নি কোন টি টোয়েন্টি ম্যাচ। তাই ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি।

সেই সিরিজ শুরুর আগে হাথুরুসিংহে পেছনে তাকিয়ে শুধুই হতাশ হচ্ছেন। কোচ বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। আর কেউ শুরু করলে তাকে বড় ইনিংস খেলতে হবে। তাকিয়ে দেখুন নিউজিল্যান্ডের তিনজন সেঞ্চুরির কাছে গিয়েছিল। আর বাংলাদেশী ব্যাটসম্যানরা পুরো সিরিজে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছে।’

দুঃসময় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর সমর্থন চেয়েছেন ক্রিকেটাররা। ভুলে থাকতে চাইছেন বাজে সময়। এর মাঝে কোচ ব্যাখ্যা দিলেন আলোচিত লেগ স্পিনার তানভীর হায়দারের অন্তর্ভুক্তি নিয়ে।

কোচ বলেন, ‘আপনারা নিশ্চয় দেখেছেন আমার মেয়াদে আমি সবসময় একজন লেগ স্পিনার খুঁজেছি। তানভীরকে সিডনির প্রস্তুতি ম্যাচ ও নেটে দারুণ লেগেছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ বিশ্বকাপ। সেখানেও আমাদের একজন লেগ স্পিনার দরকার।’

সূদুর নিউজিল্যান্ডে গিয়েও সাংবাদিকদের প্রশ্ন কেন টি টোয়েন্টি দলে শুভাগত, আর কেন নেই নাসির হোসেন?

কোচের ভাষায়, ‘সবশেষ টি টোয়েন্টি ম্যাচে শুভাগত ভাল বোলিং করেছে। সেকথা ভুললে চলবে না। আর নাসিরকে দলে ঢুকতে হলে রান করতে হবে আর উইকেট নিতে হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানের। উঠে এসেছেন ২৯-এ।

তবে বাংলাদেশের জন্য দু:সংবাদ। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় চার র‍্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যদিও ৯১ পয়েন্ট নিয়ে এখনো সাতেই আছে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি