রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চলতি বছরের শেষে বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া


চলতি বছরের শেষে বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

1483516372
পূর্বাশা ডেস্ক:
২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া। এমন ইঙ্গিতই দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এর মাধ্যমে বহুল প্রতিক্ষিত সিরিজের ব্যপারে আশাবাদী হতেই পারে বাংলাদেশ। স্টিভেন স্মিথের নেতৃত্বে এই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলতে পারে স্বাগতিক বাংলাদেশ। তবে সবকিছুর পরেও নিরাপত্তার বিষয়টিই আবারো মূখ্য হয়ে দাঁড়িয়েছে।
এর আগে সফরটি অনুষ্ঠিত হবার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু নিরাপত্তার অযুহাতে স্ট্রেলিয়ান সরকারের সবুজ সঙ্কেত না থাকায় শেষ পর্যন্ত সিরিজটি আলো মুখ দেখেনি। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়া ২০১৬ সালে জানুয়ারিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তাদের জুনিয়র দলটিকে পাঠায়নি।
অস্ট্রেলিয়ান এবিসি রেডিওতে বুধবার সাদারল্যান্ড বলেছেন, ‘আমি মনে করি এবার সুযোগটা অনেক বেশী। গত বছর আমরা দেখেছি ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করেছে। আমরা দেখেছি ইংল্যান্ড দলকে ঘিড়ে প্রচন্ড নিরাপত্তা ছিল। আমরা মূলত সাত থেকে দশদিনের জন্য নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষন করতে আমাদের নিরাপত্তা প্রধান সিন ক্যারলকে বাংলাদেশে পাঠিয়েছিলাম। পুরো বিষয়টি নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট।
তবে তারপরেও যেকোন সময়ই যেকোন দূর্ঘটনা ঘটতে পারে। এজন্যই আমরা বাংলাদেশে পর্যবেক্ষন অব্যাহত রেখেছি। তবে সবকিছুর পরেও আমরা পরিকল্পনা করছি বাংলাদেশে খেলতে যাবার। এ ব্যপারে পরিকল্পনাও দ্রুতই শুরু করছি। বাংলাদেশ সরকারের নিরাপত্তা ইস্যুতে গৃহীত পদক্ষেপ নিয়ে আমরা খুশী। বিসিবির সাথেও আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। এই মুহূর্তে আমি এটুকু নিশ্চিত করতে পারি আমরা দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে যাচ্ছি।’
২০১৫ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরেকে ঘিড়ে সন্ত্রাসী হামলার হুমকি ছিল বলে দাবী জানিয়েছিল অস্ট্রেলিয়া। সে কারনেই সফরটি তারা বাতিল করে। সাদারল্যান্ড বলেছেন, আমি মনে করি পুরো বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমাদের কাছে নিরাপত্তাই প্রথম ইস্যু। এ ব্যপারে আমরা বিন্দুমাত্র ছাড় দিবনা। নিরাপত্তার বিষয়টি প্রথম বিবেচনা করে আমাদের এটাও ভাবতে হবে যে বাতিল হয়ে যাওয়া সফরটি কবে নাগাদ হতে পারে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একমাত্র দল হিসেবে আমরাই বাংলাদেশে যাইনি।
তারিখ বা ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও সম্ভবত আগস্ট কিংবা সেপ্টেম্বরে সিরিজটি আয়োজিত হতে পারে। ২০০৬ সালের পর থেকে বাংলাদেশের মাটিতে কোন টেস্ট সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। তবে ২০১১ সালের এপ্রিলে বিশ্বকাপের পরপরই তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল অসিরা। বাসস।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি