বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের ৯৫ ভাগ মার্কেট অগ্নিকান্ড ঝুঁকিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

market-550x367
ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের অধিকাংশ মার্কেটই অগ্নিকান্ডের ঝুঁকিতে রয়েছে। নগরীর ৯৫ ভাগ মার্কেটেই অগ্নি ছাড়াপত্র নেই। পরিস্থিতি বিবেচনায় এসব মার্কেটে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রায় দুইশ বছরের পুরনো চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার। এখানে দোকানের সংখ্যা আড়াই হাজার। মালিক-কর্মচারী ছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এখানে। অথচ এই মার্কেটে আগুন লাগলে তা নেভানোর কোন ব্যবস্থাই নেই।

এরকম কয়েক হাজার দোকান নিয়ে গড়ে ওঠা টেরিবাজার, তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেটসহ নগরীর ৫১টি মার্কেটের অবস্থাও একই। এই তালিকায় আছে নিউ মার্কেট, সেন্ট্রাল প্লাজা, মিমি সুপারের মতো অভিজাত মার্কেটও।

ব্যবসায়ীরা বলছেন অগ্নি নিরাপত্তার নিয়ম-কানুন নিয়ে কিছুই জানা নেই তাদের।

নগরীর ৮ হাজার ৩৬৮টি দোকান ফায়ার লাইসেন্স নিলেও অভিযানে গিয়ে এসব দোকানের কোনোটিতেই অগ্নি নিরাপত্তা সরঞ্জাম পায়নি ফায়ার সার্ভিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি