বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিতু হত্যাকান্ডে বাবুলের খালাতো ভাইকে জিজ্ঞাসাবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

51-26-550x330
ডেস্ক রিপোর্টঃ

মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ঘটনায় স্বামী বাবুল আক্তারের খালাতো ভাই সফিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসেন সফিউদ্দিন। দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিএমপি ত্যাগ করেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বাবুল আক্তারের বাসায় যাতায়াত ছিল তার খালাতো ভাই ও নগরীর সিইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী সফিউদ্দিনের। হত্যাকান্ডের ১৫ দিন আগে তিনি সর্বশেষ গিয়েছিলেন। তাকে আমরা কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তদন্তের স্বার্থে এসব প্রকাশ করা যাবে না।

এর আগে গত ৮ জানুয়ারি বাবুল আক্তারের আরেক খালাতো ভাই মফিজকে, ১৫ ডিসেম্বর বাবুল আক্তার, ২২ ডিসেম্বর শ্বশুর মোশাররফ হোসেন এবং ১ জানুয়ারি বাবুল আক্তারের মা-বাবাকে নিজ কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। তিু হত্যা মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই মামলার দুজন আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এ মামলায় গ্রেফতার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত বছরের ২৭ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। তবে মুছা এখনো ‘নিখোঁজ’ রয়েছেন। তবে মুছাকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রীর।

একই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন দিয়ে জানায়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি নিয়েছেন বাবুল আক্তার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি