মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আবারও সরকারি বিদ্যালয়ের ভবনে রডের বদলে বাঁশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে রডের বদলে বাঁশের ব্যবহার নিয়ে তোলপাড় পুরো জেলা জুড়ে।

সম্প্রতি স্কুল ভবনের ঢালাই ও প্লাস্টার খসে বাঁশের অংশ বিশেষ বের হলে বিষয়টি নজরে আসে সবার। বাঁশের পাশাপাশি স্কুল ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভবনের মেঝে ডেবে গেছে। আতঙ্ক আর ঝুঁকি নিয়ে ওই ভবনেই চলছে প্রায় দুই থেকে আড়াই’শ কোমলমতি শিক্ষার্থীর পাঠদান। এ নিয়ে বেশ উদ্বিগ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে। যে কোন সময় ধ্বসে পড়তে পারে ভবনটি।

ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ২৯ নং নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভবনে ফাটল ও বাঁশ বের হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীরাও ভয়ে আসতে চাচ্ছে না স্কুলে। বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান, ঠিকাদার, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সচেতন মহল।

কয়েক জন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অতি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে উপজেলা শিক্ষা অফিস ঘেরাওসহ কঠিন কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান।

স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে। ২০০৪ বা ২০০৫ সালের দিকে নতুন করে ভবনটি নির্মাণ করা হয়। “ছাপা ও নাজির” নামের দুই ব্যক্তি ঠিকাদার ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ভবন নির্মাণের সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেন তারা।

এছাড়াও বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভাঙ্গার পর সেটির ইট, রড বা টিন সব কিছুই টে-ার ছাড়াই বিক্রি করা হয়। যার কোন সঠিক হিসেব আজও পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসী।

অন্যদিকে, ভবন নির্মাণের ফাইল বা প্রকৌশলী কে ছিলেন সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের এই বেহাল দশা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম আমাদের সময় ডটকমকে জানান, বিদ্যালয়ের ভবনটির ছাদে ফাটল, মেঝে ডেবে যাওয়া ও ভবনের পিলারসহ কয়েক স্থানে বাঁশ বের হওয়ার ঘটনাটি সত্য। তবে এটা ভয়ের কিছু নাই। বিদ্যালয়ের পক্ষ থেকে ফাটলের স্থানগুলো সংস্কার করে ক্লাস পরিচালনা করা হচ্ছে। বেশ আগে থেকেই ছাদ দিয়ে পানি পড়তো, সেটিও সংস্কার করা হয়।

ভবনের এ অবস্থার কথা উপজেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয় কিনা সে বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি তাই জানাইনি।

সারা দেশে সরকারি ভবন তৈরিসহ বিভিন্ন ধরনের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা একের পর এক ফাঁস হতে থাকায় পূর্তকাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভবন ও স্থাপনাগুলোর স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে সংশয়।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এই বিদ্যালয়ের নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে আবারও আলোচনায় উঠে এসেছে। বিদ্যালয় ভবনটি নির্মাণকালে বিষয়টি গোপন থাকলেও কয়েক বছর যেতে না যেতেই খোঁসে পড়ছে বিদ্যালয় ভবনের প্লাস্টার, ঢালাই। আর বেরিয়ে আসছে রডের পরিবর্তে ব্যবহৃত বাঁশ আর বাঁশের ফালি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি