মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফের সড়ক অবরোধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে করে নীলক্ষেত মোড় ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরতম শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে এই দাবিতে তাঁরা আন্দোলন করছেন। এদিকে তাদের আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোড এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগ পুহাতে হয়েছে পথচারিদের। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যস্থলে গেছেন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া বলেন, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। শিক্ষার্থীরা তাদের কোনও কথা শুনছে না।

এ বিষয়ে পুলিশের নিউমার্কেট জোনের (ট্রাফিক) সিনিয়র এসি আনিচ উদ্দিন মিঠু বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যানজট নিয়ন্ত্রলের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি