শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপি প্রস্তুতি নিচ্ছে, আমাদের ও নিতে হবে: মেনন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: বিএনপি আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ মেনন ক্ষমতাসীন দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে।

সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন মিলনায়তনে ঢাকা-৮ নির্বাচনী এলাকার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা-৮ আসনের ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন এ সংবর্ধনার আয়োজন করেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের একটি শরিক রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।

মেনন বলেন, বিএনপি একই সঙ্গে আগামী নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনকে বিতর্কিত করার প্রস্তুতি নিয়েছে। তারা নির্বাচনী ইশতেহার তৈরি, প্রার্থী বাছাই, দল থেকে বের হয়ে যাওয়া নেতাদের দলে নেয়াসহ সব প্রস্তুতি গ্রহণ করছে।

সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, ‘আর এ সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।’

বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে তবু বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না- বিএনপির এক নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মেনন বলেন, কিন্তু তারা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নির্বাচন তাদের জন্য থেমে থাকবে না।

আগামী নির্বাচনের জন্য তৈরি হতে সরকারি জোটের নেতাকর্মীদের তাগিদ দিয়ে মেনন বলেন, ‘সব ধরনের বাধা এড়িয়ে বিজয় নিশ্চিত করার এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘এখানে মূলত মেনন ভাইয়ের নির্বাচনী এলাকার থানা ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে মেনন ভাই যেহেতু এই আসনের, তাই এতে নির্বাচনী প্রস্তুতির কাজও হয়ে যাবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতারা বক্তব্য দেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি