সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের আন্দোলনকে ঘিরে উত্তেজনা


গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের আন্দোলনকে ঘিরে উত্তেজনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:  ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের চলমান আন্দোলন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের সমাবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও হকারদের বিক্ষোভের কারণে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে সমাবেশ শুরু করে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা। এর পাশে এই দাবির বিরোধীতা করে আন্দোলনে নেমেছেন ঢাকা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিউ মার্কেট এলাকায় আন্দোলনের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে বিক্ষোভ করছেন হকাররা।

এই ত্রিমুখী কর্মসূচীতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।  যানজটে অতিষ্ঠ ভুক্তভোগীরা বলছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টির সংস্কৃতি থেকে সবার বেরিয়ে আসা উচিত। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একজন শাম্মী সোমা বলেন, ‘সংশ্লিষ্টরা তাদের দাবি আমলে নিচ্ছেন না। এ কারণেই তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।’

হকাররা বলছেন, শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণে নিউ মার্কেট এলাকায় তীব যানজট তৈরি হয়েছে। এতে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি