বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাদকপাচার করতে নকল কলা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাদক জগতের অন্যতম নেশা হচ্ছে কোকেন। দুইজন ব্যক্তিকে নকল কলার মাধ্যমে কোকেন পাচারের সময় গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। কোকেনের পাচার দন্ডনীয় অপরাধ বলে মাদক পাচার কারীরা কোকেন পাচারের জন্য নকল কলা ব্যবহার করে পাচারের নতুন পথ তৈরির করেছিল।

স্পেনের ভেলেনসিয়া-মালাগার উপকুলীয় অঞ্চলে মাদক কলার সঙ্গে মাদক পাচারের সময় দুইজনকে আটক করা হয়। স্প্যানিশ নিরাপত্তা বাহিনী আসল কলার সঙ্গে নকল কলার সন্ধান পান। এ খবর পাওয়া মাত্র তারা আরো নকল কলা আসে কিনা তদন্ত শুরু করে। এর পর বেরিয়ে আসে আরো অনেক নকল কলা। যার ভেতরে কোকেন পাওয়া যায়।

স্প্যানিশ পুলিশ জানায়, পাচারকারীরা আসল কলার মধ্যে দিয়ে ৫৭ টি নকল কলার নিয়ে যাচ্ছিল। যার মধ্যে ১৫.৪ পাউন্ড কোকেন ছিল। তাছাড়া আর ২২ পাউন্ড কোকেন ফলের বাক্সের নিচ থেকে উদ্ধার করা হয়। পাচারকারী দুইজনই স্প্যানিশ অপরাধ চক্রের সদস্য বলে জানায় পুলিশ। ঘটনাটির সঙ্গে আরো একজন তৃতীয় ব্যক্তি জড়িত রয়েছে। ওই ব্যক্তি ইতালির নাগরিক বলে সন্দেহ করছে পুলিশ।

27/o3/17. choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি