বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ প্রতিষ্ঠানকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ১৫টিকে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইসরায়েলের অপরাধ ও সন্ত্রাসে সহযোগিতার অভিযোগে ইরান যুক্তরাষ্ট্রের ১৫টি অস্ত্র ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ৩০টি বিদেশি প্রতিষ্ঠানের ওপর ইরানকে সহায়তার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলছে, ১৫টি মার্কিন প্রতিষ্ঠান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েলকে ফিলিস্তিনে অবৈধ দখল ও সন্ত্রাসে ম“ যুগিয়ে যাচ্ছে। এবং এধরনের কার্যকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ প্রস্তাবনার ভয়াবহ লঙ্ঘন। তাই এসব মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন নিষিদ্ধ ঘোষণা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের সম্পদ আটক করা হতে পারে।

ইরানের তরফ থেকে ৩০টি বিদেশি প্রতিষ্ঠানের ওপর মার্কিনী নিষেধাজ্ঞাকে মনগড়া অজুহাতের অধীনে নেওয়া সিদ্ধান্ত হিসেবে অভিহিত করা হয়। এধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল বলেও মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি করা হচ্ছে ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে উত্তর কোরিয়া ও সিরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সাহায্য করছে। এছাড়া চীন ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠান ওই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

ইরান ১৫টি প্রতিষ্ঠানের তালিকা দিয়ে বলেছে প্রয়োজনে এ সংখ্যা আরো বৃদ্ধি হতে পারে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে:

বেনি টাল সিকিউরিটি কোম্পানি, ইউনাইটেড টেকনোলজিস (ব্লাকহক হেলিকপ্টার প্রস্তুতকারক ও ইসরায়েলকে এ কপ্টার সরবরাহকারী), অস্ত্র তৈরি প্রতিষ্ঠান রেথিওন যার অস্ত্র ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনে ব্যবহার করা হয়েছে, আইটিটি কর্পোরেশন যেসব সামরিক উপকরণ ইসরায়েলকে দিয়েছে যা দিয়ে রাতের বেলা ফিলিস্তিনের গ্রাম ও উদ্বাস্তুদের ক্যাম্পে হানা দেওয়া হয়, রি/ম্যাক্স এমন একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এবং এ প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলিদের জন্যে বাড়ি ঘর নির্মাণ করছে, ওশকোশ কর্পোরেশনের মত প্রতিষ্ঠান যা অস্ত্রসজ্জিত যানবাহন সরবরাহ করার পর ইসরায়েল তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে, ম্যাগনাম রিসার্চ নামে একটি প্রতিষ্ঠান ইসরায়েলে যৌথউদ্যোগে অস্ত্র উৎপাদন করছে, কাহর আর্মস নামে প্রতিষ্ঠানটি সামরিক যন্ত্রাংশ ও হালকা ধরনের অস্ত্র উৎপাদন ও ইসরায়েলে সরবরাহ করে, এম সেভেন এ্যারোস্পেস এলপি নামের প্রতিষ্ঠানটি ইসরায়েলে রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা উন্নয়নে সাহায্য করে, মিলিটারি আরমামেন্ট কর্পোরেশন নামে প্রতিষ্টান এবং এ প্রতিষ্ঠানটি ইসরায়েলি পুলিশ বাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করে, লুইস মেশিন এন্ড টুল কোম্পানি ইসরায়েলের অস্ত্রপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে, ডানিয়েল ডিফেন্স নামের প্রতিষ্ঠানটি ইসরায়েলি সেনাবাহিনীর অস্ত্র কারখানায় খুচরা সামরিক যন্ত্রাংশ দিয়ে সাহায্য করে, বুশমাস্টার ফায়ারআর্মস ইন্টারন্যাশনাল, ও এফ মসবার্গ এন্ড সন্স ও এইচ এস প্রেসিসন ইসরায়েলকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে একইভাবে সহায়তা করে থাকে।

27.03.17/ choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি