বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পৃথিবীর সবচেয়ে দ্রুততম পুলিশ যান দুবাইয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অতীত ও বর্তমান দুবাই দেখলে বিশ্বাস করা কঠিন যে এক সময় দেশটি উন্নয়নের পথ পাচ্ছিল না। তবে বর্তমানে সেই দেশের পুলিশ ডিপার্টমেন্টের কাছেই রয়েছে দ্রুতগামী যান লেম্বরগিনি।

দুবাইয়ে চুরি, ডাকাতি, ব্যাংক রবারি করে পার পাওয়া অসম্ভব। কারণ সিএনএন এর তথ্য অনুযায়ী, দুবাই পুলিশ টহল কার্যক্রম পরিচালনার জন্য বুগাটি ভেরন ব্যবহার করেন, যানটি বিদ্যুতগতি সম্পন্ন। এই সপ্তায় জার্মানের তৈরি এই দ্রুতগামী যানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পুলিশের সর্বশেষ্ঠ দ্রুততম যান হিসেবে অর্ন্তভুক্ত হয়েছে।

১৬ সিলিন্ডার এবং ১০০০ হর্সপাওয়ার সম্পন্ন যানটি দ্বারা ২.৫ সেকেন্ডে ০ – ৬০ এমপিএইচ গতিতে পৌঁছানো সম্ভব, যা ক্রয় করতে ১.৭ থেকে ২.৭ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়।

দুবাই রিপোর্ট অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ দ্রুতগামী যানকে পুলিশ যান হিসেবে ব্যবহার করায় দুবাই পুলিশের কার্যক্রম পরিচালনা এক ধাপ এগিয়ে গেল, যার গতি ২৫৩ এমপিএইচ এরও বেশি।

তাছাড়া দুুবাই পুলিশের জন্য রয়েছে বিএমডব্লিউ, ফারারি ও ওডিসহ আরো অনেক দ্রুততম যানবাহন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি