বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ‘জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে’


‘জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
সোমবার সকালে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বহু সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষায় আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে চায় বিরোধীরা। ইতিহাসে যার যা প্রাপ্য সেটি হওয়া উচিত।’
প্রধান বক্তা হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে যারা বিরোধিতা করেছিল তাদের উত্তরসূরিরাই আজ জঙ্গিবাদে সংশ্লিষ্ট। শুধুমাত্র প্রশাসন দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সদস্য কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি