সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বাসা দেখতে গিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক ছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম ও ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. ইকবাল হোসেন (২৭), তার স্ত্রী ইয়াসমিন আক্তার রুম্পা (২১) ও মো. তৈয়ব ও মো. হেলাল।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলা থেকে ইকবাল ও রুম্পাকে এবং ভোলার লালমোহন উপজেলা থেকে তৈয়ব ও হেলালকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান ওসি।

গত ২২ মার্চ রাতে বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকার ওমান প্রবাসী আবু সৈয়দের চার তলা ভবনের তৃতীয় তলার একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন মর্গে এসে স্বজনরা তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মো. আলাউদ্দিন বলে শনাক্ত করেন।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে বায়েজিদ বোস্তামি থানায় হত্যা মামলা দায়ের করেন আলাউদ্দিনের বাবা শাহ আলম। তার এক সপ্তাহের মাথায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিন যুবক ও এক তরুণী বাসা ভাড়া নেওয়ার কথা বলে শহীদনগরের ওই বাড়িতে যায় এবং তিন তলার একটি ঘর পছন্দ হয়েছে জানিয়ে সেদিনই বাসায় ওঠার কথা বলে বাড়িওয়ালাকে।

এরপর দুই যুবক ও তরুণী মালপত্র আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা বলে যায়, আরেকজন বাসা পরিষ্কার করছে। রাতে ভবন মালিকের স্ত্রী বাইরে থেকে ওই বাসার দরজা খোলা দেখে এবং কারও সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে লাশ দেখে পুলিশে খবর দেন।

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি