শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শাররীক শুচিতায় নয়, মানসিক শুদ্ধতায় নারীর মূল্যায়ন হোক সমাজে ও বিশ্বে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রসঙ্গটা শুরু করি নারী দিবসে কতিপয় নারীর প্লেন ভ্রমণের বিষয়টা দিয়ে। বিশেষ করে কতিপয় ইন্ডিয়ান নারী’র প্লেন নিয়ে বিশ্ব ঘুরার বিষয়টি কারো কারো কাছে নারী ইমেজ পরিবর্তনে খুব বৈপ্লবিক বলে মনে করার কারণ থেকে কথাগুলো বলা। নারীদের প্লেন নিয়ে বিশ্বভ্রমণ বিষয়টা সত্যিকার অর্থেই বিস্ময়কর একই সাথে আনন্দের ও বটে। কিন্তু এই প্রতীকী আয়োজনে আসলে মেয়েদের ইমেজ কতোটা পরিবর্তিত হয়েছে সত্যিকার অর্থে! প্রতি বছর নারী দিবস এলেই নতুন করে মনে করিয়ে দেয়া যে নারীরা এখনো অধিকার বঞ্চিত, অবলা ও দুর্বল। এই ধরণের দু’একটি বাতিক্রমি উদাহরণ সমাজ বদলে কতোটা সহায়ক জানা নেই। তবে শিশু দিবসের মতো একদিন নারী দিবস ও পালন করলে অন্তত জানা যায় নারীরা শিশুদের মতোই এখনো নির্ভরশীল। পুনরায় মনে করিয়ে দেয়া যে নারীরা আসলে মানুষ নয় তারা শুধুই নারী। তাইতো পুরুষদের কাজ নারীদের করতে পারাটা একটা বিরাট কাজ। এরজন্য তারা বাহবা পাওয়ার যোগ্য। কেননা কাজের মধ্যেও নারী পুরুষ ভাগ করে রেখেছে সমাজ। এজন্যই বোধহয় পুরুষ দিবস বলে আলাদা কোন দিবস নেই।তাহলে কি বছরের বাকি ৩৬৪টি দিন শুধু পুরুষদের! নারী দিবস পালন কোন মর্যাদাপুর্ন উৎসব কি না জানিনা তবে নারী যে মানুষ প্রজাতির মধ্যে আলাদা কিছু একটা এটা অন্তত বুঝা যায়। অধিকার ও সুবিধা বঞ্চিত বলে কিছুক্ষণ হা-হুতাস কিংবা কোথায় কোথায় উন্নতি করেছে তা নিয়ে কিছুটা গুনকির্তন করার ও সুযোগ হয়। কেউ কেউ আবার পোশাকি শুভেচ্ছা বার্তা ও পাঠান। একদিনের এই আড়ম্বর কতোটা যুক্তিপুর্ন সেটা ভাবনার বিষয়।

আসল কথা হলো এখনো সমাজে সমতা আসেনি। সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো মনে করে সন্তান জন্ম, পালন ও ঘর সংসার সামাল দেয়া মুলত মেয়েদেরই কাজ।এমন কি বাইরে থেকে উপার্জন করে আনলেও ঘরের দায়িত্ব একা মেয়েদেরই। কাজ শেষে ফেরার সময় মেয়েটির অন্তর্গত চিন্তা থাকে ঘরে কি লাঞ্চ এবং কি ডিনার হবে। বাচ্চারা কিই বা করছে। এ সব তাদের মজ্জাগত অভ্যাস। আর এ অভ্যাস তাদের রমণীয় গুণাবলির বহিঃপ্রকাশ বলেই মনে করে সমাজ। কিন্তু তারা যে সংসারের বাইরেও সংসারের সাচ্ছন্দের জন্য বাড়তি উপার্জন করছে তার জন্য কোন বিশেষ সুবিধা পাচ্ছেনা। সমাজের অধিকাংশ পুরুষ মনে করে, নিজের মা-বোন ছাড়া যে কাউকে সুযোগ পেলেই যৌন হয়রানী করা যায়। তারা মনে করে নারী কেবল ‘মমতাময়ী’, স্নেহময়ী হলেই তাকে সম্মান করতে হবে নয়তো যা ইচ্ছে তাই ভাবা যায়, এবং বলা যায় তাকে নিয়ে। এই নিয়ে বেশীর ভাগ পুরুষের আছে সনাতনী আগ্রহ এবং ইচ্ছা পূরণের অভিপ্রায়।

সমাজে এখনো নারীর মূল্যায়ন ও সম্মান নির্ধারিত হয় তার শাররিক বৈশিষ্ঠ্য ও অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে। অনেক পুরুষের সবচেয়ে সবচেয়ে আগ্রহের জায়গা একজন মেয়ের শারীরিক কাঠামো; দৃষ্টি জুড়ে, মনন জুড়ে শুধু বিশেষ কিছু অংশ ও অঙ্গ। এই যে মনোবৈকল্য যেসব পুরুষের, তাদের মনোজাগতিক সুস্থতা কামনা করা ছাড়া নারীদের আর কিছুই করার নেই।
বহু বিষয়ে সমাজ এখনো নারীদের অবমূল্যায়ন করছে। অনেক অসঙ্গতি ও অসামঞ্জস্যর মাঝে এ প্রসঙ্গে শুধু ধর্ষণের কথাটি উদাহরণ হিসেবে ধরা যাক। ধর্ষণ মানে ইচ্ছার বিরদ্ধে নারীর শরীর ব্যাবহার। যখন কেউ নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক তার শরীরকে ব্যাবহার করে সেটাই ধর্ষণ। একজন নারী ধর্ষিত হলে শাররিক ও মানসিক ভাবে নিজেই হতাশ ও পর্জুদস্ত হয়ে পরে। সেখানে সমাজ তাকে প্রত্যাখ্যান করে অমানবিকভাবে যেন ধর্ষিত হওয়াটা তার অপরাধ। যেখানে সে নিজেই ভুক্তভোগী সেখানে সমাজ তাকে আরও নিন্দার দিকে ঠেলে দিয়ে শাররিক ও মানসিক সবদিক থেকে ধ্বংস করে ফেলে। সেটা শিক্ষিত ও অশিক্ষিত বলে কথা নয়। মেয়ে মাত্রই ধর্ষিত হলে তারা তখন হয়ে যায় ধর্ষিতা যেন মানুষ নয়। হয়ে যায় অস্পৃশ্য ও সমালোচনার বস্তু। সমাজে সে আর সম্মানিত নয়। একজন ধর্ষিত নারীকে কোন পুরুষ নিঃশঙ্ক চিত্তে আর ভালবাসতে পারেনা কিংবা কোন পরিবার তাকে আনন্দচিত্তে বউ হিসেবে গ্রহণ করতে চায়না। অথচ এটা তার শরীরের অনিচ্ছাকৃত ব্যাবহার মাত্র। এই ধারণার আমূল পরিবর্তন দরকার সমাজে ও গোটা বিশ্বে।

নারীদের নিয়ে উপহাস কিংবা ব্যাঙ্গ করার বিষয়গুলো ও পরিবর্তন হওয়া দরকার। নন্দন তাত্ত্বিক কিংবা সৌন্দর্যবোধ থেকে যে কোন প্রশংসা অবশ্যই সম্মানের। কিন্তু নারীর শাররিক বৈশিষ্ঠ্য ও শাররিক অঙ্গ-প্রত্যঙ্গের অযোচিত আলোচনা ও কটাক্ষ অবশ্যই নারীর জন্য অসম্মানজনক। সেটা যতোই তুচ্ছ কিংবা ক্ষুদ্র হোক। মোটকথা মানসিকতার সার্বিক পরিবর্তনই দিতে পারে একজন নারীর যথাযথ সম্মান প্রাপ্তি। কোন নারী ধর্ষিত হলে তার সম্মান কেন যাবে কিংবা কোন নারী একা একা চলাফেরা করলে তাকে নিয়ে কেন কথা বলাবলি হবে তা অবশ্যই নতুন করে ভাবা দরকার।

প্রসঙ্গটা তুলছি এজন্য যে, ৭১ এ যে নারীরা ধর্ষিত হয়েছিল তারা তাদের সম্মান হারায়নি। তাদের সম্মান তাদের শরীরে নয়। বীরঙ্গনাদের অঙ্গ নিয়ে বার বার সম্মান হারানো বলে প্রশ্ন তুলে নারীদের যেভাবে উপস্থাপন করা হয় তাতে সত্যিকার অর্থে তাদের অসম্মানিত করা হচ্ছে। সম্মান তৈরি হয় মেধা, শ্রম ও মানুষের কর্মে। শরীরে কিংবা মনের আঘাতে নয়। বরং যারা আঘাত করে তাদের নিয়ে সমাজের কটাক্ষ করা উচিৎ। এখন থেকে ধর্ষিতা নয় বরং ধর্ষকদের নিয়ে আলোচনা সমালোচনা ও কথা বলাবলি হোক। কেননা একটি ধরনা একটি সমাজকে পরিবর্তন করে। শিশু বয়স থেকেই যদি মানুষকে শেখানো হয় যে কারো শরীরের অযোচিত আঘাত কিংবা অনিচ্ছাকৃত ব্যাবহারের উপর কারো সম্মান নির্ভর করেনা। তাহলে বড়ো হয়ে তার মস্তিষ্কে সে ধারণাই বদ্ধমুল থাকবে। ধর্ষিতা নয় বরং ধর্ষককেই তারা ঘৃণা করতে শিখবে।

একদিনের নারী দিবস নয় সত্যিকার অর্থে নারীদের সম্মান প্রদর্শন হবে মানসিকতার পরিবর্তনে। এ পরিবর্তন আসতে হবে শিক্ষিত ও সংস্কৃতিমনা সুশীলদের কাছ থেকে। আসলে নারীবাদী হতে হবে পুরুষশ্রেণীর। যারা এখনো সমাজের নীতি-নির্ধারক। সারাদিন যে মেয়েটি সভা সেমিনারে নারীবাদ নিয়ে চেঁচামেচি করে সেই মেয়েটিই বাড়ি ফিরলে নির্যাতনের শিকার হয় নানাভাবে। সামাজিক সম্মান ও পারিবারিক নির্যাতনের ভয়ে মুখ ফুটে কারো কাছে কিছু বলতে পারেনা। নারী মানেই শুধু রূপের বন্দনা কিংবা ভোগের বস্তু নয়- এ ধারণার পরিবর্তন হতে হবে সুশীল সমাজ থেকেই। শুধু একদিন নারী দিবসের কিছু বাতিক্রমি উদ্যোগ কিংবা শুভেচ্ছা বিনিময়য়েই দায়িত্বশীলতার পরিচয় নয়। জগতের সকল পুরুষের চিন্তা ও মননে নারীবাদী চেতনা লালন করা অর্থাৎ নারীদের সুযোগ তৈরি করার মানসিকতা থাকাই মুলত একটি আলোকিত সমাজ গড়ার হাতিয়ার। এজন্য নারীর শাররিক শুচিতার চেয়ে তার মানসিক শুদ্ধতা’র মূল্যায়ন সব’চে বেশী দরকার।

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি