বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুপস্থিত ২২ ভাগ ।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২২ শতাংশ শিক্ষক অনুপস্থিত আছেন। কেউ আছেন শিক্ষা ছুটিতে কেউ প্রেষণে আবার ছুটি শেষ হলেও ফিরছেন না অনেকে। এমন দুই হাজার শিক্ষকের হিসেব রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছে দুই হাজার ৩০৬ জন। ছুটিতে আছেন সাতশ ৯২ জন। এদের মধ্যে দুইশ’র বেশি শিক্ষক ছুটি শেষেও ক্যাম্পাসে ফেরেননি। কর্তৃপক্ষ বলছে, এদের ফিরে আসার জন্য চিঠি দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম আখতারুজ্জামান বলেন, ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়া শিক্ষকদের চিঠি দিয়েছি। মেয়াদ শেষ হওয়ার পরও যারা ফিরে আসছে না তাদের কাছ থেকে ছুটিতে থাকাকালীন বিশ্ববিদ্যালয় থেকে নেয়া বেতন ভাতা সব ফিরিয়ে দেয়ার জন্যও ব্যবস্থা নেয়া হচ্ছে।

মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছে ১২ হাজার ৫৩১ জন। এর মধ্যে এক হাজার ৮৩০ জন আছে শিক্ষা ছুটিতে, প্রেষণে ১৪২ জন, বিনা বেতনে ছুটিতে ৬৭ জন, অনুমোদন ছাড়া ছুটিতে আছেন ১৫ জন এবং চুক্তিভিত্তিক পর্যায়ে আছেন ৭২৪ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, এখানে শিক্ষক সংকটের থেকেও বেশি বিষয় হচ্ছে যারা ফিরে আসছেন না তাদের জন্য দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। জনগনের টাকায় তারা পড়াশোনা করে তৈরি হয়ে এখন বিদেশে সার্ভিস দিচ্ছে। এগুলো আমরা নজরদারি করছি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছেন, যারা উচ্চ শিক্ষা নিয়ে বিদেশ থেকে ফিরে আসেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, যারা দেশে ফিরে আস না তাদের নৈতিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

এছাড়া, দুই হাজারের বেশি শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খ-কালীন চাকরি করছেন। এনজিও, ব্যবসা, বিদেশি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন শতাধিক শিক্ষক।

পূর্বাশানিউজ/২৯-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি